রাজনীতিতে রজনীকান্ত, জানালেন মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই

রজনীকান্ত। ছবি: ইনস্টাগ্রাম
রজনীকান্ত। ছবি: ইনস্টাগ্রাম

তিনি তামিল সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তিনি রজনীকান্ত, শত শত সিনেমায় অভিনয় করেছেন। তাঁর একটি সংলাপ ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি হলো, ‘কীভাবে বা কখন কী করব, তা আমি কখনোই তোমাকে বলব না। যখন করব, তখনই বুঝতে পারবে।’ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল তিনি রাজনীতিতে নামবেন। এবার আনুষ্ঠানিকভাবে নামলেন তিনি। নেমেই বললেন, তিনি কোনো দিন মুখ্যমন্ত্রী হতে চাননি। তিনি শুধু চেয়েছেন রাজনৈতিক পরিবর্তন।

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন আগামী বছর। তার আগে রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা করে ফেলেন থ্যালাইভা। গত সপ্তাহে তিনি ঘোষণা করেন, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তা নিয়েই বৃহস্পতিবার আয়োজিত সাংবাদ সম্মেলনে রজনীকান্ত বলেন, ‘আমি কখনো মুখ্যমন্ত্রী পদের কথা ভাবিনি। বিধানসভায় বসব, এটা ভাবিনি। আমি শুধু রাজনীতিতে একটা পরিবর্তন চেয়েছি। এখনই যদি রাজনীতি ও সরকারে পরিবর্তন না আসে, তাহলে আর তা কখনো হবে না। আমি দলের প্রধান হয়েই থাকতে চাই।’

সত্তর ছুঁইছুই রজনীকান্ত চেন্নাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘দুজন লিজেন্ড ছিলেন আমাদের রাজনীতিতে, একজন জয়ললিতা ও অপরজন করুণানিধি। মানুষ তাঁদের ভোট দিয়েছেন। কিন্তু একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন পরিবর্তন আনতে আমাদের নতুন আন্দোলন শুরু করা দরকার।’

রজনীকান্ত। ছবি: ইনস্টাগ্রাম
রজনীকান্ত। ছবি: ইনস্টাগ্রাম

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। যে দলগুলো বর্তমানে আছে, তাদের কারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই বলে মত থ্যালাইভার। তাঁর নয়া দলে তরুণ প্রজন্মকে কাজ করার সুবিধা করে দিতে চান বলে রজনী জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি, তাকে কাজে লাগাতে চাই। আশা করি আমাদের লোকদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন।’

এর আগে ভারতীয় সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রজনীকান্ত বলেছিলেন, রাজনীতি একটি বিপজ্জনক খেলা। রজনীকান্তের ভাষায়, ‘রাজনীতি অনেক বড় খেলা এবং খুব বিপজ্জনকও। তাই আমাকে খুব সতর্কভাবে খেলতে হবে। সঠিক সময় বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’

এর আগে দেওয়া সাক্ষাৎকার এবং বৃহস্পতিবার বলা বক্তব্যে স্পষ্ট, রাজনীতিকে খুব হালকাভাবে নিচ্ছেন না রজনীকান্ত। এতই যখন চিন্তা, তখন কেন রাজনীতিতে? রজনীকান্ত বললেন, ‘এর সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। যখন আমি সৃষ্টিকর্তার কথা বলি, এটি একটি উত্তর। এর মধ্যেই সব আছে।’

রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড। বিশ্ববাসী চেনে রজনীকান্ত হিসেবে। এক মারাঠি পরিবারে জন্ম, ১৯৫০ সালের ১২ ডিসেম্বরে। মা রমাবাই ছিলেন গৃহবধূ ও বাবা রামোজি রাও গায়কোয়াড ছিলেন পুলিশের কনস্টেবল। পর্দায় অভিষেক ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’-এ অভিনয়ের মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। ভারত সরকার রজনীকান্তকে ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ দিয়ে সম্মানিত করেছে।