করোনার দিনে ঘরে বসে গান

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পৃথিবীবাসীর মঙ্গল কামনা করে দল বেঁধে গাইছেন শিল্পীরা। ছবি: সংগৃহীত
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পৃথিবীবাসীর মঙ্গল কামনা করে দল বেঁধে গাইছেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

নিঃসঙ্গ থাকার বার্তা এসেছে পৃথিবীর কাছ থেকে। মানুষের কাছে একা থাকা, দূরে থাকার এই বার্তা পৌঁছে দিচ্ছেন সবাই। থাকছেন দূরে দূরে। দূর থেকেই প্রিয়জন ও পৃথিবীবাসীর মঙ্গল কামনা করছেন শিল্পীরা। নিজেদের ভঙ্গিতে এ কাজ করছেন বাংলাদেশের তারকা শিল্পীরাও। পৃথিবী ও দেশের বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে একটি গান গেয়ে মানুষের কাছে সেই মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছেন তাঁরা। দূরে দূরে থাকলেও তাঁরা বিশ্বাস করেন, শিগগির তাঁরা কাছাকাছি আসবেন।

দল বেঁধে নতুন গান বেঁধেছেন সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। পরিবারের সদস্যদের নিয়ে ‘দেয়ার কামস আ টাইম’ নামে একটি ইংরেজি গান গেয়েছেন তাঁরা। প্রত্যেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ গানে যুক্ত হয়েছেন। গানে গানে তাঁরা কামনা করেছেন করোনাভাইরাসে পর্যুদস্ত বিশ্ববাসীর এই সময় একদিন বদলাবেই। ইমনের নেতৃত্বে এ গানে কণ্ঠ মিলিয়েছেন তাঁর পরিবারের সদস্য মোহাম্মদ আলী সুমন, চিত্রা সুলতানা, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, মৌরি আলী পুষ্পিতা, ঊর্বানা শওকত ও লুবাইনা আফনান।

জন লেননের ‘ইমাজিন’ গানটি কাভার করেছে গীতিকার কবির বকুল ও শিল্পী দিনাত জাহান মুন্নীর পরিবার। এ গানে তাঁদের বড় মেয়ে প্রেরণা বাজিয়েছে গিটার, কবির বকুল করেছেন মূল গানটির বাংলা অনুবাদ। দরদভরা কণ্ঠে ছোট মেয়ে প্রতীক্ষা, প্রেরণা ও তাঁদের মা মুন্নী গেয়েছেন ইংরেজি ও বাংলা গানটি।

পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে নতুন গান বেঁধেছেন সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। ছবি: ফেসবুক থেকে
পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে নতুন গান বেঁধেছেন সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। ছবি: ফেসবুক থেকে

এ রকম আরও একটি গান করেছেন আরেক দল শিল্পী। ‘চলো একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদি মহম্মদ, মিলন মাহমুদ, তাহসান, সুমী, নীরব, সন্ধি ও এলিটা। অসাধারণ সেই গান লিখেছেন গাউসুল আলম শাওন। স্বাধীনতা, আমাদের লড়াইয়ের মানসিকতা এবং করোনাভাইরাসের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে লেখা গানটির জন্মকথা ফেসবুকে শেয়ার করেছেন তিনি। শাওন লিখেছেন, গানটি তৈরির জন্য সবাই বাসায় বসেই ভয়েস দেন, মোবাইলে ভিডিও করে পাঠান। গানটি নির্মাণের নেপথ্যে কাজ করেছেন নাফিস ও সাব্বির, জিত, পাভেল, বিধান সাহা প্রমুখ।

গান ও কবিতা যুক্ত করে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নামে একটি গান করেছেন আসিফ আকবর। ছবি: ফেসবুক থেকে
গান ও কবিতা যুক্ত করে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নামে একটি গান করেছেন আসিফ আকবর। ছবি: ফেসবুক থেকে

এদিকে একটি ইন্সট্রুমেন্টালের সঙ্গে গান ও কবিতা যুক্ত করে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নামে একটি গান করেছেন আসিফ আকবর। তাতে মূল যন্ত্রসংগীত বাজিয়েছেন বেজ গিটারিস্ট রানা ও লিড গিটারিস্ট শামু। স্লোগানের মতো ভয়েস ওভার ‘আমরা করব জয়’ গানের কয়েকটি চরণ নিয়ে গেয়েছেন আসিফ আকবর। নিজের স্টুডিওতেই এটি তৈরি করেছেন তিনি। আসিফের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ভিডিওটি।

রেনেসাঁ দলের প্রধান শিল্পী নকিব খান বাড়িতে কি–বোর্ড বাজিয়ে গেয়েছেন ‘আমরা করব জয়’ গানটির মুখ। তাঁর সঙ্গে যোগ দিয়ে বাড়িতে বসে গেয়েছেন শিল্পী এলিটা, আঁখি আলমগীর, মেহের আফরোজ শাওন, আরমিন মুসা, সোমনূর মনির কোনাল, তপু, শওকত আলী ইমন, বিপ্লব সাহা, ইমন সাহা ও সন্ধি। এ গানে আরও যোগ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও ছেলে শুদ্ধ, রাফিয়াত রশিদ মিথিলা, নাদিয়া, ভাবনা, নাঈম ও নৃত্যশিল্পী হৃদি শেখ। টুকরো টুকরো ভিডিও জুড়ে তৈরি করা হয়েছে একটি পূর্ণাঙ্গ গান।

‘চলো একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি’ গানটি লিখেছেন গাউসুল আলম শাওন। ছবি: ফেসবুক থেকে
‘চলো একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি’ গানটি লিখেছেন গাউসুল আলম শাওন। ছবি: ফেসবুক থেকে

সংগীত পরিচালক এবং গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের পিয়ানোয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি গেয়েছেন আঁখি আলমগীর, ঐশী, শান, শামীম, প্রিয়, দীপ্ত ও বিবেক। প্রথমে পিয়ানোতে তোলা সুরটি সবাইকে পাঠিয়েছেন তাপস। একে একে সবাই সেই সুরে কণ্ঠ মিলিয়েছেন। গানের ভিডিওটি প্রকাশিত হয়েছে গানবাংলার ফেসবুক পেজে। 

এ ছাড়া ঘরে বসে গান করে প্রকাশ করেছেন শিল্পী বাপ্পা মজুমদার, হৃদয় খানসহ অনেক শিল্পী।