ঘরে বসে কে কী দেখছেন

>করোনাভাইরাসের কারণে বিনোদনজগতের সব কার্যক্রম বন্ধ। প্রায় সব শিল্পী ঘরেই আছেন। তবে বাইরে শুটিং–ডাবিং না থাকলেও ঘরে তাঁরা একেবারে বসে নেই। সময় কাটছে সিনেমা ও ওয়েব সিরিজ দেখে। কে কী দেখলেন, কোনটি ভালো লাগল আর কোনগুলোই–বা দেখার পরামর্শ দিলেন—জানাচ্ছেন শফিক আল মামুন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

যা দেখলেন: সিনেমা ও ওয়েব সিরিজ দেখে সময় কাটছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। টানা ১৪ দিন ঘরে আছেন। এ কদিনে দেখেছেন কোরীয় ওয়েব সিরিজ ক্রাশ ল্যান্ডিং অন ইউ, কিল মি হিল মিহোয়াটসঅ্যাপ উইথ সেক্রেটারি কিম। হিন্দি সিনেমার মধ্যে দেখেছেন দে দে পেয়ার দে, স্টুডেন্ট অব দ্য ইয়ার ২, হাম তুমজাওয়ানি দিওয়ানি

সবচেয়ে ভালো লেগেছে: ক্রাশ ল্যান্ডিং অন ইউ এবং দে দে পেয়ার দে

যা দেখতে বললেন: এই মন খারাপের দিনে একটু কমেডি ও রোমান্টিক ঘরানার সিনেমা দেখলে মন মন ভালো থাকে। তাই আমার পরামর্শ হলো, মন ভালো করার মতো সিনেমাই দেখুন।

শবনম ফারিয়া
শবনম ফারিয়া

শবনম ফারিয়া
যা দেখলেন: ১৩ দিন ধরে বাসায় আছেন শবনম ফারিয়া। কিছু ধ্রুপদি সিনেমাসহ হিন্দি সিনেমাও দেখছেন। এরই মধ্যে দেখে ফেলেছেন ক্যাচ মি ইফ ইউ ক্যান, শাটার আইল্যান্ড, টার্মিনাল, কাস্ট অ্যাওয়ে, অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার গালি বয়

সবচেয়ে ভালো লেগেছে: ক্যাচ মি ইফ ইউ ক্যান, শাটার আইল্যান্ডগালি বয়

যা দেখতে বললেন: এ সময় ফরেস্ট গাম্প, নোটবুক, টার্মিনাল, ক্যাচ মি ইফ ইউ ক্যান–এর মতো বিখ্যাত সিনেমাগুলো দেখতে পারেন। সময়টা ভালো কাটবে।

সাবিলা নূর
সাবিলা নূর
সাবিলা নূর
সাবিলা নূর

সাবিলা নূর
যা দেখলেন: প্রায় দুই সপ্তাহ ধরে বাসা থেকে বের হচ্ছেন না অভিনেত্রী সাবিলা নূর। বই পড়ে ও সিনেমা দেখে সময় কাটছে তাঁর। এর মধ্যে দেখেছেন দ্য বডি, প্ল্যাটফর্ম, আপগ্রেড, অ্যাপোক্যালিপ্টো, কন্ট্যাজিওন, কিংস স্পিচট্রায়াঙ্গল সিনেমাগুলো। এ ছাড়া দেখছেন ব্রুকলিন নাইন–নাইন সিরিজটির ষষ্ঠ মৌসুম।

সবচেয়ে ভালো লেগেছে: দ্য বডি, আপগ্রেড, কিংস স্পিচট্রায়াঙ্গল

যা দেখতে বললেন: একঘেয়েমি কাটাতে কমেডি ও রোমান্টিক ঘরানার সিনেমা দেখুন। অ্যানিমেশন সিনেমাও হতে পারে সময় কাটানোর ভালো সঙ্গী।