হ্যারি পটার এল লকডাউনে

‘হ্যারি–পটার’ সিরিজের নানা বিষয় এবার দেখা যাবে অনলাইনে। ‘হ্যারি পটার অ্যাট হোম’ নামে এই আয়োজন করেছেন হ্যারি পটার স্রষ্টা জে কে রাউলিং নিজেই। ছবি: সংগৃহীত
‘হ্যারি–পটার’ সিরিজের নানা বিষয় এবার দেখা যাবে অনলাইনে। ‘হ্যারি পটার অ্যাট হোম’ নামে এই আয়োজন করেছেন হ্যারি পটার স্রষ্টা জে কে রাউলিং নিজেই। ছবি: সংগৃহীত

বাইরে লকডাউন। তাই হ্যারি পটার–ভক্তরা এখন ঘরবন্দী। হুট করেই সিনেমা হলে ঘুরে আসার জো নেই। কতক্ষণ আর চার দেয়ালে আটকে থাকা যায়। মনটা ছটফট করে। ছটফটানি থেকে বাঁচতে স্বয়ং হ্যারি পটার–স্রষ্টা জাদুর কাঠি হাতে এগিয়ে এসেছেন। খুদে বন্ধুদের জন্য খুলে দিয়েছেন অনলাইনে হ্যারি পটারের জাদুর দুনিয়া। সেখানে তাঁর জম্পেশ আড্ডা দিতে পারবে। ফের ঘুরে আসতে পারবে হ্যারি পটারের দুনিয়া থেকে।

হ্যারি পটার সিরিজের লেখক জে কে রাউলিং কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় চালু করেছেন ‘হ্যারি পটার অ্যাট হোম’। অনলাইনে এই সাইটে গিয়ে যে কেউ হ্যারি পটার–দুনিয়ার নানা কিছুর সঙ্গে যুক্ত হতে পারবেন। টুইটারে এই খবর জানিয়েছেন জে কে রাউলিং নিজেই। সঙ্গে দিয়ে দিয়েছেন ওই অনলাইন সাইটের লিংকও।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

তাঁর এই আয়োজনে সহযোগিতা করেছে ব্লুমসবারি ও স্কলাস্টিক। সেখানে দেখা যাবে ম্যাজিক্যাল ভিডিও, মজার মজার লেখা, কুইজ, ধাঁধাসহ আরও অনেক কিছু। আর এগুলো দেখা যাবে একদমই বিনা মূল্যে। এ ছাড়া এপ্রিল মাসে কোনো টাকা দেওয়া ছাড়াই শোনা যাবে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন বইয়ের অডিও ভার্সন। ওভারড্রাইভ লাইব্রেরির মাধ্যমে ২০টি আলাদা আলাদা ভাষায় শোনা যাবে এটি। অডিওবল স্টোরিস প্ল্যাটফর্মে গিয়ে এটি শুনতে হবে।

সম্প্রতি রাউলিং টুইটারে এই অনলাইন হাব চালুর ঘোষণা দেন। অনলাইন হাবের লিংক শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমরা লকডাউনে থাকাকালীন শিশুদের আনন্দিত রাখতে এবং তাদের মাতা–পিতা, শিক্ষক ও দেখভালকারীদের কিছুটা জাদুর প্রয়োজন হতে পারে। তাই এই হাব চালু করতে পেরে আমি আনন্দিত।’

‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত
‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

একটি বিবৃতিতেও জানানো হয়, ‘হ্যারি পটার অ্যাট হোম হাবের উদ্দেশ্য আপনাকে, আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব ও বিশেষত সারা বিশ্বের বাচ্চাদের আনন্দ দেওয়া এবং গল্পগুলো উপভোগের ব্যবস্থা করা। পাশাপাশি হ্যারি পটারের জাদুর দুনিয়ার মাধ্যমে পরিবারের সবাইকে বিনোদন দেওয়া।’

বলে রাখা ভালো, জে কে রাউলিংও করোনার সব লক্ষণ নিয়ে দুই সপ্তাহ বাসায় ছিলেন। এখন তিনি সুস্থ। সূত্র: ভ্যারাইটি