করোনার সঙ্গে যুদ্ধের পারিবারিক গল্প

প্রাক্তন ভিডিও জকি, উপস্থাপক, মডেল ও অভিনয়শিল্পী পূরব কোহলি। ছবি: ইনস্টাগ্রাম
প্রাক্তন ভিডিও জকি, উপস্থাপক, মডেল ও অভিনয়শিল্পী পূরব কোহলি। ছবি: ইনস্টাগ্রাম

‘রক অন’ সিনেমার অভিনয়শিল্পী পূরব কোহলি, স্ত্রী লুসি পেটন, মেয়ে ইনায়া ও ছেলে ওসিয়ান- পরিবারের চার সদস্যের সবাই করোনায় আক্রান্ত। তাঁদের পারিবারিক ডাক্তারই নিশ্চিত করেন যে তাঁদের কোভিড-১৯ পজিটিভ। ইনস্টাগ্রামে এক পোস্টে ৪১ বছর বয়সী এই বলিউড তারকা জানিয়েছেন বিস্তারিত।

লন্ডন থেকে তিনি লিখেছেন, ‘আমাদের পুরো পরিবার করোনায় আক্রান্ত। আমরা নিজেদেরকে দুই সপ্তাহ ধরে সবার থেকে বিচ্ছিন্ন রেখেছি। অনেকটা সাধারণ ঠান্ডা, জ্বরের মতোই। তবে গলা সাধারণ ফ্লুর চেয়ে বেশি আক্রান্ত হয়। আর মনে হয় যেন দম নিতে পারছি না। আমাদের ৩ জনের ১০০-১০১ জ্বর ছিল। কিন্তু আমার ছেলে ওসিয়ানের টানা পাঁচদিন ১০৪ জ্বর ছিল। আমরা নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখেছি। সমস্ত পরামর্শ মেনে চলেছি। আর এখন আমরা সুস্থ্য।’

দুই সন্তানের সঙ্গে পূরব কোহলি। ছবি: ইনস্টাগ্রাম
দুই সন্তানের সঙ্গে পূরব কোহলি। ছবি: ইনস্টাগ্রাম

যা যা করেছে এই পরিবার

১। পরিবারের প্রত্যেকে প্রতিদিন ৪-৫ বার গরম পানি, লবণ দিয়ে কুলকুচা করেছেন।
২। আদা, হলুদ আর মধু মিশিয়ে খেয়েছেন।
৩। প্রতিদিন গরম পানি পান করেছেন।
৪। গরম পানি দিয়ে গোসল করেছেন।
৫। বুকে বেশি কষ্ট হলে গরম পানির বোতল চেপে ধরেছেন। তাতে খানিক আরাম হয়েছে।
৬। ওষুধ চলেছে। সঙ্গে প্রচুর বিশ্রাম নিয়েছেন।

স্ত্রীর সঙ্গে পূরব কোহলি। ছবি: ইনস্টাগ্রাম
স্ত্রীর সঙ্গে পূরব কোহলি। ছবি: ইনস্টাগ্রাম

এখন তাঁরা সবাই মোটামুটি ভালো আছেন। তবে শারীরিক দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেননি। সবাইকে উদ্দেশ্য করে এই 'জাল' তারকা বলেন, 'লন্ডনে প্রচুর মানুষ করোনায় আক্রান্ত। আমাদের পরিচিত অনেকেরই কোভিড ১৯ পজিটিভ। আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ঘরে থাকুন। বিশ্রাম নিন। আপনি যদি করোনায় আক্রান্তও হন, ভেঙে পড়বেন না। আপনার শরীরকে যুদ্ধ করতে দিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন। আপনার শরীরের ক্ষমতা আছে করোনাকে হারানোর। আপনি কেবল সেই সমর্থনটা দিন।'