নাটক নির্মাণে চূড়ান্ত নষ্টামির প্রতিযোগিতায় মেতেছে চ্যানেলগুলো

মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত
মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত

ঘরের ভেতরে থেকেও একসঙ্গে অনেক বন্ধুর সঙ্গে আড্ডা দিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। পয়লা বৈশাখে আড্ডা দিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সদস্যদের সঙ্গে। তবে সেটা অনলাইনে। সেই আড্ডায় কেউ নেচেছেন, কেউ গেয়েছেন, আবার কেউবা পড়েছেন কবিতা। জাহিদ হাসানকে কবিতা আবৃত্তি করতে দেখে ভালো লেগেছে তাঁর। তবে এটা জেনে মাহফুজ সবচেয়ে বেশি অবাক হয়েছেন যে জাহিদ হাসান কবিতা লিখেছেন!

গত মাসের ২৩ মার্চ থেকে সব কাজ বন্ধ করে ঘরবন্দী হয়েছেন মাহফুজ আহমেদ। বেশির ভাগ সময় সিনেমা দেখে, বই পড়ে ও ব্যায়াম করে সময় কাটাচ্ছেন তিনি। এ ছাড়া বন্ধু ও স্বজনদের সঙ্গে কথাও বলছেন ফোনে। তিনি জানান, আগে ব্যস্ততার কারণে অনেক প্রিয়জনের সঙ্গে কথা হতো না। তিনি এখন নিয়মিত তাঁদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমার বয়স্ক মা, অস্ট্রেলিয়াপ্রবাসী স্ত্রী-সন্তানদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি। আমার ভাই একজন চিকিৎসক। তাঁর সঙ্গে কথা বলে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছি।’

মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত
মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত

একসময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এখন একজন প্রযোজকও। যদিও এখনকার টিভি নাটক নিয়ে ভীষণ মর্মাহত তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নাটকের অতীত গৌরব নষ্ট হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমার মনে হয়েছে, আমাদের দেশে নাটক নির্মাণে চূড়ান্ত নষ্টামির একটা প্রতিযোগিতায় মেতেছে চ্যানেলগুলো। সেগুলোও তৃতীয় শ্রেণির নাটক। নাটককে মানুষের কাছে একটা হাস্যকর জিনিসে পরিণত করেছে তারা। একই সঙ্গে এ ধরনের নাটক যাঁরা নির্মাণ করেন, নাটকগুলোয় যাঁরা অভিনয় করছেন, তাঁরা সমাজের মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হচ্ছেন।’

মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত
মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত

নাট্যাঙ্গনের এই ক্ষতি পুষিয়ে ওঠার উপায় কী? মাহফুজ আহমেদ বলেন, ‘আর্থিক ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারব। যদি রুচি এবং মানসিকতার ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, সেটা পূরণ হয় না। নাটককে আমরা নষ্ট ও চরিত্রহীন করে ফেলেছি। সেই জায়গাকে আগে ঠিক করতে হবে। সবাইকে একত্র হয়ে নাটককে আবার নাটকের জায়গায় ফিরিয়ে আনতে হবে।’

মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত
মাহফুজ আহমেদ। ছবি–সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান কবিতা লিখেছেন শুনে অবাক হয়েছিলেন কেন? এমন প্রশ্নে মাহফুজ আহমেদ বলেন, ‘আগে কেউ আমাকে গুলি করলেও বিশ্বাস করতাম না যে জাহিদ হাসান কবিতা লিখতে পারে। সেই জাহিদ করোনার এই সময়ে ভালো কবিতা লিখেছে। সেটা আবার সুন্দর করে আবৃত্তি করে সবাইকে শুনিয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে।’

১৪ এপ্রিল থেকে আরটিভিতে শুরু হয়েছে অষ্টধাতু নামে একটি ধারাবাহিক নাটক। সাইদুর রহমান রাসেল পরিচালিত নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। নাটকটির প্রযোজক মাহফুজ আহমেদ।