সমরজিৎ ও প্রিয়াঙ্কার 'ক্ষমা করো প্রকৃতি'

দ্বৈতকণ্ঠে নতুন গান করলেন সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। ছবি: সংগৃহীত
দ্বৈতকণ্ঠে নতুন গান করলেন সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। ছবি: সংগৃহীত

করোনার এই দুর্যোগে দেশের সবাই গৃহবন্দী। শিল্পীরাও যে যার জায়গা থেকে করোনা নিয়ে সতর্কতামূলক গান প্রকাশ করছেন। শিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ গেয়েছেন ‘ক্ষমা করো প্রকৃতি’ শিরোনামের একটি গান। এই গানে সবাইকে সতর্ক করার পাশাপাশি প্রকৃতি এবং বিধাতার কাছে ক্ষমা প্রার্থনা করাও হয়েছে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই। সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। শিগগিরই ভিডিওটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ইউটিউব চ্যানেলে।

‘ক্ষমা করো প্রকৃতি’ সমরজিৎ ও প্রিয়াঙ্কার দ্বৈত কণ্ঠে গাওয়া দ্বিতীয় কোন গান। এর আগে তাঁরা গেয়েছেন ‘বেহাগের সুরে’ শিরোনামে একটি গান। শিল্পী সমরজিৎ রায় বলেন, ‘আমরা সবাই জানি এভাবে ঘরে বন্দী থাকা অনেক কষ্টের। আমরা অনেকেই করোনা সতর্কতার নিয়মগুলো ঠিকমতো মেনে চলছি না। অন্যদিকে মাথার মধ্যে ভাবনা আসে যে, আমরা যুগের পর যুগ ধরে প্রকৃতির সঙ্গে যেভাবে অবিচার করে এসেছি, আমাদের সবারই উচিত প্রকৃতি ও বিধাতার কাছে ক্ষমা প্রার্থনা করা।’

শিল্পী সমরজিৎ আরও বলেন, ‘আমাদের এখনই বুঝে নেওয়ার সময় যে, সবার ওপরে মানুষ সত্য। একজন শিল্পী হিসেবে মানুষকে সতর্ক করাও আমার দায়িত্ব। সেই সব ভাবনা থেকেই নতুন এই গানটি লিখেছি এবং সুর করেছি। শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিৎ দাদাকে অনেক কৃতজ্ঞতা জানাই, গানটি তৈরির সময় নানাভাবে আমাকে সহযোগিতা করা ও উৎসাহ দেওয়ার জন্য। যেহেতু আমরা নিজ নিজ বাড়িতে বন্দী হয়ে আছি, তাই প্রিয়াঙ্কা গোপ ও আমি মোবাইল ফোনে কণ্ঠ ধারণ করেছি। এটা আমাদের দুজনের জন্যই নতুন একটি অভিজ্ঞতা।’

গানটি সম্পর্কে প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘দেশের এই দুর্যোগে আমরা সবাই দুশ্চিন্তায় আছি। আমার বেশ ভালো লাগছে যে, মানুষকে সতর্ক করার জন্য সমরজিৎ দাদার কথা ও সুরে এই সময়ের প্রেক্ষাপটে একটি গানটি গাইতে পেরেছি। সবাইকে অনুরোধ করব, যেন সচেতন থেকে নিজেকে, পরিবারকে এবং দেশের মানুষকে রক্ষা করি।’