দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইমভিত্তিক ওয়েব সিরিজ আসছে বিঞ্জ-এ

দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ছবি: সংগৃহীত
দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ছবি: সংগৃহীত

মায়ের কণ্ঠ নকল করে বাড়ির কেয়ারটেকারকে বোকা বানিয়ে তুশি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো এক জিমির সন্ধানে। সব তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারে, স্ত্রীসহ নিহত পুলিশ কর্মকর্তার বড় মেয়ে তুশিকে পেলেই খুলবে অনেক রহস্যের জট। কিন্তু কেউ জানে না তুশি কোথায় আছে।

পুলিশ ইন্টারোগেশনের সামনে তুশিকে খুবই শান্ত ধীরস্থির আর অবিচল দেখায়। যেন কিছুই ঘটেনি। বরং নানাভাবে সে পুলিশকে বোকা বানাতে থাকে। কী হয় তারপর? পুলিশ কি পারে রহস্যের জাল ভেদ করতে?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ওয়েব সিরিজটি দেখা যাবে শুধু অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে।

দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ছবি: সংগৃহীত
দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। সিরিজটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়।

গুণী নির্মাতা শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মুনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

শিহাব শাহীন বলেন, ‘আমি ওয়েব সিরিজটি নিয়ে খুবই এক্সসাইটেড। আপনারা দেখে কী বলবেন, সেটি জানার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। এটি ২০১৩ সালে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সত্য ঘটনার ওপরে বানানো ওয়েব সিরিজ। যে ঘটনাটি সে সময়কার পুরো সমাজকে থমকে দিয়েছিল। আপনারা সিরিজটি দেখলেই জানতে পারবেন যে আসল ঘটনা কী ঘটেছিল, কেন ঘটেছিল, কারা ছিল এর পেছনে, কীভাবে সব ঘটনা আস্তে আস্তে আনফোল্ড হয়েছিল। আমি আশা করি, “১৪ই আগস্ট” আপনাদের ভালো লাগবে।’

দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ছবি: সংগৃহীত
দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম–বেজড ওয়েব সিরিজ ‘১৪ই আগস্ট’। ছবি: সংগৃহীত

অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস বিঞ্জ চালু হচ্ছে ২১ মে থেকে। সেবাটির আওতায় গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১৪০টির বেশি লাইভ এইচডি টিভি চ্যানেল, বিঞ্জ এক্সক্লুসিভ অরিজিনালস, ওয়েব সিরিজ, সর্বশেষ ওয়েব ফিল্মসহ তিন হাজারের বেশি লোকাল ও ইন্টারন্যাশনাল কন্টেন্ট।