ঘরে বসে গান শোনাবেন মেহরাব

মেহরাব
মেহরাব

প্রিয় শিল্পীর গাওয়া নিজের পছন্দের গানের পাশাপাশি নিজের গাওয়া ভালো লাগার গান নিয়ে এবার হাজির হচ্ছেন মেহরাব। প্রথম আলোর করোনাকালের আয়োজন 'ঘরে বসে শোনাব গান' অনুষ্ঠানে আজ গাইবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে গাইতে দেখা যাবে তাঁকে।

গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে মেহরাব বলেন, 'করোনার এই সময়ে ঘরবন্দী থাকায়, বিভিন্ন চ্যানেলের সরাসরি গানের আয়োজনগুলো খুব মিস করছি। এই সময়ে “ঘরে বসে শোনাব গান”–এর এই আয়োজন বেশ চমৎকার মনে হয়েছে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের আমার প্রিয় শিল্পীদের গান গেয়ে যেমন শোনাতে পারব, তেমনি আমার গাওয়া ভালো লাগার গানও উপহার দিতে পারব। আশা করছি, ঘরবন্দী সময়টা সুন্দর কাটবে।'

করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে কিছু ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ গানের অনুষ্ঠান 'ঘরে বসে শোনাব গান'। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশের শিল্পীরা। মেহরাব আজ শুরুতে শোনাবেন লাকী আখান্দের 'এই নীল মণিহার' গানটি। এরপর তিনি গাইবেন আইয়ুব বাচ্চুর গাওয়া 'সাড়ে তিন হাত মাটি' এবং প্রিন্স মাহমুদের কথা ও সুরে মেহরাবেরই গাওয়া 'সমর্পণ' ও 'বাংলাদেশ' গান দুটি।

'ঘরে বসে শোনাব গান' অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভীর আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, হৃদয় খান, প্রত‍্যয় খান, সমরজিৎ রায় ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।