সন্তানদের নিয়ে চিন্তিত জোলি

অ্যাঞ্জেলিনা জোলি ছবি: ইনস্টাগ্রাম
অ্যাঞ্জেলিনা জোলি ছবি: ইনস্টাগ্রাম

জর্জ ফ্লয়েড হত্যার পরে পুরো আমেরিকা বিক্ষোভে উত্তাল। সেই বিক্ষোভে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথে সোচ্চার হলিউড ও মার্কিন তারকারা। এই প্রতিবাদে নিজের অবস্থান জানিয়েছেন প্রভাবশালী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নিজের সন্তানদের নিয়েও তিনি চিন্তিত।

ছয় সন্তানের মা জোলি। নিজের সন্তান ছাড়াও তাঁর রয়েছে কজন দত্তক সন্তান। তাদের তিনজনই কৃষ্ণ। তাদের অন্যতম জাহরা। ব্র্যাড পিটের সঙ্গে থাকাকালে ইথিওপিয়ার একটি এতিমখানা থেকে তাকে দত্তক নিয়েছিলেন জোলি ও পিট। সেই ১৫ বছর বয়সী জাহরাকে উদ্দেশ করে হারপার বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘যুদ্ধ ও নির্যাতনের কারণে বিশ্বের সাত কোটিরও বেশি লোককে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। আর আমেরিকাতে এখনো আছে বর্ণবাদ ও বৈষম্য। এখানকার ব্যবস্থাটি এমন যে সেটা আমাকে রক্ষা করবে কিন্তু আমার মেয়েকে রক্ষা করতে পারবে না। আমাদের দেশে ত্বকের রঙের ওপর ভিত্তি করে নারী, পুরুষ ও শিশুকে রক্ষা করা হয়, যা অসহনীয়।’

বর্ণবৈষম্যবিরোধী রাজপথের এ আন্দোলনকে স্বাগত জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে পৃথিবীব্যাপী মানুষ জেগে উঠেছে। আইন ও প্রতিষ্ঠানগুলোয় পরিবর্তন আনার এটাই সময়। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং যাদের কথা কখনো শোনা হয়নি, তাদের কথা শোনার এটাই সময়।’

করোনা মহামারির এই সময়ে জোলি তাঁর সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বড় ছেলে ম্যাডক্স ভর্তি হয়েছিল দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সে মায়ের কাছে ফিরে এসেছে। এই ঝঞ্ঝাটের সময়ে সন্তানদের বেড়ে ওঠা নিয়ে চিন্তিত জোলি। তাদের দেখভালে বেশ মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। বাইরের সব ঝামেলা ও উদ্বিগ্নতা থেকে সন্তানদের দূরে রাখতেই হবে। তাদের মনকে রাখতে হবে শান্ত, স্নিগ্ধ। সূত্র: ইয়াহু