ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত সালাহউদ্দিন লাভলু

সালাউদ্দিন লাভলু। ছবি সংগৃহীত
সালাউদ্দিন লাভলু। ছবি সংগৃহীত

নির্মাতা এবং অভিনেতা সালাহউদ্দিন লাভলু সম্প্রতি তাঁর নামে ভুয়া ফেসবুক ব্যবহার করা নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। কে বা কারা তাঁর নামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্ট্যাটাস এবং তাঁর সম্পর্কিত বিভিন্ন নিউজ শেয়ার দিচ্ছেন। নিজের নামে এই ভুয়া আইডি নিয়ে আতঙ্কেই আছেন লাভলু। 

আগেও বেশ কবার এই নির্মাতার নামে ফেসবুকে আইডি খুলে ব্যবহার করেছেন অজানা কেউ। সেগুলো নিয়ে অনেক সময়ই তাঁকে ভুগতে হয়েছে। আবারও তাঁর নামে নতুন ভুয়া আইডি নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। এই ফেসবুক আইডি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। আমার কোনো আইডিও নেই। আমার ছবি ব্যবহার করে কেউ হয়তো আবারও সুবিধা নিতে চায়। আমাকে বিপদে ফেলতে চায়। এর আইনগতভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো দেখছি অনেক তারকা, নির্মাতার নামে ফেসবুকে ভুয়া আইডি খোলা হচ্ছে, অনেকের আইডি হ্যাকড হচ্ছে। সে ক্ষেত্রে অনেকেই অসুবিধায় পড়ছেন। আমাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক মানুষ আছে, ভুয়া আইডিকে আমার ব্যবহৃত আইডি বলে বিশ্বাস করে। আমি নিজেই আমার ভুয়া নাম নিয়ে বিভ্রান্ত। এখান থেকে যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এটা নিয়েও অনেকেই বিভ্রান্ত হতে পারেন।’

‘ও মাই গড’ নাটকের দৃশ্যে সহশিল্পী সাফা কবিরের সঙ্গে সালাউদ্দিন লাভলু। ছবি সংগৃহীত
‘ও মাই গড’ নাটকের দৃশ্যে সহশিল্পী সাফা কবিরের সঙ্গে সালাউদ্দিন লাভলু। ছবি সংগৃহীত

এভাবে তারকাদের নামে ভুয়া ফেসবুক ব্যবহার নিয়ে বিভিন্ন সময় অনেকেই বিপাকে পড়েছে। সেই অভিজ্ঞতা থেকেই দেরি না করে আজই অভিযোগ জানিয়েছেন বলে জানান নির্মাতাদের এই নেতা। তিনি বলেন, ‘আমার নামে ফেসবুক আইডি, এটা জানার সঙ্গে সঙ্গেই আমি আইটি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। এর আগেও ভুয়া আইডি নিয়ে বিব্রত অবস্থায় পড়তে গিয়েছিলাম। তখন অভিযোগ জানিয়েই সুরাহা পেয়েছিলাম। নতুন এই আইডিটা সম্প্রতি খোলা হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুয়া ফেসবুক খুলে যারা তারকাদের মানসম্মান নষ্ট করতে চায়, তাদের একটা আইনগত প্রক্রিয়ায় মধ্যে বিচার করা উচিত। স্বাভাবিকভাবে ঘটনা ছোট মনে হলেও অন্যের নাম ব্যবহার করে ফেসবুক চালানো অনেক বড় একটা ক্রাইম।’

বেশির ভাগ সময়ই তারকা নির্মাতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেকেই তরুণ অভিনয়শিল্পী ও নির্মাতাদের নাটক, বিজ্ঞাপন এবং ছবিতে অভিনয় ও নির্মাণকাজে যুক্ত করার লোভ দেখায়। মিডিয়ায় তারকা বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় একটি চক্র। এই প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এটা একধরনের প্রতারণা। যারা এই ধরনের কাজে যুক্ত, তাদের মূল টার্গেট মিডিয়ার প্রতিষ্ঠিত কারও নাম ব্যবহার করে নিজেদের সুবিধা আদায় করা। সে জন্য মানসম্মান নিয়েও অনেকে ভয়ে থাকতে হয়।’