শুটিংয়ে ফিরলেন চঞ্চল

চঞ্চল চৌধুরী। ছবি: প্রথম আলো
চঞ্চল চৌধুরী। ছবি: প্রথম আলো

শুটিং, সস্পাদনা, ডাবিং—সবই শেষ পাপ পুণ্য ছবির। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখা গেল, ছবির কয়েকটি দৃশ্যে চঞ্চল চৌধুরীর কিছু শট থাকলে ভালো হতো। এ কারণে ঢাকার বাইরে গিয়ে ছবিটির জন্য নতুন করে চারটি শট দিলেন চঞ্চল চৌধুরী। করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ঘরে থাকার পর পাপ পুণ্য ছবির শুটিংয়ের মধ্য দিয়ে আবার কাজে ফিরলেন ছোট ও বড় পর্দার এই অভিনেতা।

গত বুধবার সন্ধ্যায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবির শুটিংয়ে অংশ নেন চঞ্চল। তিনি বলেন, 'ছবির সব কাজ শেষ হয়েছে আগেই। সব শেষ দেখতে বসে পরিচালকের মনে হয়েছে ছবির জন্য আমার নতুন কয়েকটি শট লাগবে। আজ (বুধবার) সন্ধ্যায় সময় বের করে কাজটি করলাম। ঘণ্টা দুয়েক সময় লেগেছে।'

চঞ্চল আরও জানান, ১১ থেকে ৩০ জুলাই পর্যন্ত টানা নাটকের শুটিং করবেন। মাসুদ সেজান, সাগর জাহান ও শামীম জামানের তিনটি সাত পর্বের নাটকের কাজ করবেন। ১১ জুলাই মাসুদ সেজানের নাটকের শুটিং দিয়ে কাজ শুরু হবে। ২ থেকে ৩টি এক ঘণ্টার নাটকের কাজও করবেন। সব কাজ শেষ করতে সময় লাগবে ৩০ জুলাই পর্যন্ত।

শুটিংয়ে নিরাপত্তার বিষয়টি নিয়ে কতটুকু ভাবছেন তিনি? চঞ্চল বলেন, 'সবার কাজ করছি না। যাঁদের সঙ্গে আমার কাজ করতে সহজ মনে হয় এবং যাঁদের প্রতি আমার বিশ্বাস আছে, আপাতত তাঁদের কয়েকটি কাজ করব। যদিও সব কাজই স্বাস্থ্যবিধি মেনে করা সম্ভব, একমাত্র অভিনয় ও শুটিংটাই শতভাগ সম্ভব না। সুতরাং ঝুঁকি থেকে যায়। আমরা যাঁরা শুধু এই কাজই করি, তাঁদের কেবল শুটিংয়ের আয় থেকেই জীবন–জীবিকা চলে। চার মাস বসে আছি। যত বড় শিল্পীই হোন, বসে থেকে জীবন চলবে না।'