লোকগানই সুস্মিতার প্রাণ

সুস্মিতা দে। ছবি: শিল্পীর সৌজন্যে
সুস্মিতা দে। ছবি: শিল্পীর সৌজন্যে

সিলেটের মেয়ে সুস্মিতার স্বাচ্ছন্দ্য শাস্ত্রীয় সংগীতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা গান নিয়ে পড়াশোনা করছেন তিনি। যদিও লোকগানই তাঁর প্রাণের গান। হাসন রাজা, রাধারমণ দত্ত আর শাহ আবদুল করিমের গান যেন তাঁর প্রাণের কথাই বলে। গাইতেও ভালোবাসেন তিনি। সাম্প্রতিককালে তাঁর কণ্ঠে সাধক চান মিয়ার লেখা ‘তুমি ডাক দিলে’ শিরোনামের লোকগানটি ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন সুস্মিতা দে। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান।

সুস্মিতা দে। ছবি: শিল্পীর সৌজন্যে
সুস্মিতা দে। ছবি: শিল্পীর সৌজন্যে

করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। সুস্মিতা আজ শোনাবেন ‘আমি অন্ধকারের যাত্রী’, ‘শ্রাবণের সন্ধ্যায়’, ‘ভুলিতে পারি না তারে’ এবং ‘তুমি ডাক দিলে’সহ কয়েকটি গান। সুস্মিতা বলেন, ‘ক্ল্যাসিক্যাল গানে স্বাচ্ছন্দ্য বোধ করলেও লোকগান আমার প্রাণের গান। হাসন রাজা, রাধারমণ দত্ত ও শাহ আবদুল করিমের গান আমার সবচেয়ে পছন্দের।’

২০১২ সালে মাছরাঙা টেলিভিশনের রবি সেরা প্রতিভা প্রতিযোগিতার সেরা আটে জায়গা করে নিয়েছিলেন সুস্মিতা দে। পরে চ্যানেল আই সেরাকণ্ঠের চূড়ান্ত পর্বেও পৌঁছে যান তিনি। ২০১২ সালে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে ‘চান্দের আলো’ শিরোনামে একটি গান করেছেন। কুমার বিশ্বজিতের সঙ্গেও দ্বৈত কণ্ঠে একটি গান করার কথা রয়েছে তাঁর।

‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশী, অপু আমান, স্বরলিপি, আশিকুজ্জামান টুলু, রোদিয়া, আশিক, মেহেদী হাসান, সন্দীপন, পূজা, রেহান, ঝিলিক ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।