রঞ্জিত, কোয়েলসহ মল্লিক পরিবারের সবাই করোনায় আক্রান্ত

রঞ্জিত মল্লিক এবং তাঁর মেয়ে কোয়েল মল্লিকসহ গোটা মল্লিক পরিবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
রঞ্জিত মল্লিক এবং তাঁর মেয়ে কোয়েল মল্লিকসহ গোটা মল্লিক পরিবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘বাবা, মা, রানে ও আমি কোভিট পজিটিভ। স্বেচ্ছা কোয়ারেন্টিনে।’ টুইটারে এভাবেই নিজের কোভিট–১৯ পজিটিভের খবর জানালেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা গেছে, প্রায় ১৬ দিন আগে থেকেই তাঁদের শরীরে দেখা দিয়েছিল করোনার উপসর্গ। পরে দেখা যায় শ্বাসকষ্টের মতো উপসর্গও।

কোয়েল জানালেন, তাঁর মা–বাবা সবাই কোভিট–১৯ পজিটিভ। ছবি: ইনস্টাগ্রাম থেকে
কোয়েল জানালেন, তাঁর মা–বাবা সবাই কোভিট–১৯ পজিটিভ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

গত বুধবার মল্লিক পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দুপুরে পজিটিভ রিপোর্ট আসে তাঁদের। খবরটি কোয়েল মল্লিক নিজেই ভক্তদের উদ্দেশে প্রকাশ করেন। কোয়েলের টুইটে রিটুইট করে তাঁদের সুস্থতা কামনা করেন জিৎ গাঙ্গুলি, প্রিয়াঙ্কা সরকার, যশ দাশগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়সহ কলকাতার বিনোদন জগতের অনেকেই। টুইট বার্তায় ‘গেট ওয়েল সুন’ মন্তব্য করেছেন টালিউডের অনেক পরিচিত মুখ। কোয়েল ও তাঁর পরিবার যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়ে প্রার্থনা করছেন কোয়েলের ভক্তরাও।

বাবা বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে
বাবা বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মে মাসের ৫ তারিখ পুত্রসন্তানের জন্ম দেন কোয়েল মল্লিক। তাঁর সদ্যোজাত সন্তান করোনায় আক্রান্ত কি না, সে ব্যাপারে কোয়েলের টুইটে কোনো তথ্য মেলেনি। নিজের শিশুসন্তানসহ বর্তমানে বাবার বাড়িতেই রয়েছেন কোয়েল। হোম কোয়ারেন্টিনে আছেন মল্লিক পরিবারের সব সদস্য। স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসন অবশ্য তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে পশ্চিম বাংলার স্থানীয় সংবাদপত্রগুলো সূত্রে। এ সূত্রে আরও জানা গেছে, স্থানীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘণ্টায় পশ্চিম বাংলায় করোনায় আক্রান্ত রেকর্ড—১ হাজার ১৯৮ জন। কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন তিন শতাধিক মানুষ।

প্রসঙ্গত, এর আগে কনিকা কাপুরসহ বলিউডের বেশ কয়েকজন তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এলেও এই প্রথম কলকাতার কোনো তারকার বাড়িতে ঢুকে পড়ল মহামারি করোনা।