'ভিউ' তো ভালোবাসার অন্য নাম

কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘আগুন লাগাইলো’ গানটি কোটি ভিউ ছাড়িয়েছে। ছবি: প্রথম আলো
কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘আগুন লাগাইলো’ গানটি কোটি ভিউ ছাড়িয়েছে। ছবি: প্রথম আলো

কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘আগুন লাগাইলো ’ গানটি কোটি ভিউ ছাড়িয়েছে। এ ‘ভিউ’কে শ্রোতাদের ভালোবাসা হিসেবেই দেখছেন কোনাল। শাকিব খান-বুবলী অভিনীত পাসওয়ার্ড ছবির এ গানের গায়কিই শ্রোতাদের কাছে গানটিকে গ্রহণযোগ্য করেছে বলে মনে করেন তিনি।

‘আগুন লাগাইলো’ কোনালের গাওয়া প্রথম কোনো আইটেম গান। আর কোনো আইটেম গার্ল নন, এ গানে ঠোঁট মিলিয়েছেন সিনেমাটির নায়িকা বুবলী। শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে গানটি ১ কোটিবারের বেশি দেখা হয়েছে। যদিও গানটি গাওয়া নিয়ে শুরু থেকেই নানা দ্বিধায় ছিলেন কোনাল। দ্বিধা কাটিয়ে গাওয়া গানটি নিয়ে এখন তিনি কেমন অনুভব করছেন? তিনি বলেন, ‘এটা এক রকম আশীর্বাদের মতো। ভিউকে শ্রোতাদের ভালোবাসা হিসেবেই দেখতে চাই। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। একজন ভক্ত আমাকে ইনবক্সে জানালেন যে গানটা কোটি ভিউ ছাড়িয়েছে।’

কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। ছবি: সংগৃহীত
কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। ছবি: সংগৃহীত

করোনার কারণে প্রস্তুত থাকলেও নতুন বেশ কিছু গান প্রকাশ করেননি কোনাল। তবে আর থেমে থাকতে চান না তিনি। শিগগির বেশ কিছু নতুন গান অবমুক্ত করবেন। কোনাল বলেন, ‘আসছে ঈদুল আজহায় নিজের ইউটিউব চ্যানেলে বেশ কিছু নতুন গান প্রকাশ করব। করোনা সংক্রমণ শুরু হওয়ার আগেও কিছু কাজ করা ছিল, সেগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করার কথা ভাবছি।’

করোনাকালে ঘরে বসে গান করার পাশাপাশি পড়াশোনা ও অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছেন কোনাল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় তাঁর গাওয়া মৌলিক গান ‘মেঘ’। এই গানও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।