রোজিনার দরকার কোটি টাকার বেশি

বাংলা ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। ছবি: সংগৃহীত
বাংলা ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। ছবি: সংগৃহীত

দোলনা ছবির মিষ্টি নায়িকা রোজিনাকে মনে পড়ে? সাবিনা ইয়াসমীন ও সদ্যপ্রয়াত এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘তুমি আমার কত চেনা’ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন তিনি ও নায়ক আলমগীর। সাড়ে ১১ বছর যুক্তরাজ্যে প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। চলচ্চিত্রে আবার দেখা যাবে তাঁকে। এবার কেবল ক্যামেরার সামনে নয়, পেছনেও কাজ করবেন তিনি। একই সঙ্গে করবেন অভিনয় ও পরিচালনা।

রোজিনার নায়ক হিসেবে দেখা গিয়েছিল আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ফারুক, এমনকি ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিমকেও। বিদেশ থেকে ফিরে মতিন রহমান পরিচালিত রাক্ষুসী ছবিতে অভিনয় করেছিলেন ফেরদৌসের সঙ্গে। নিজে পরিচালনা করবেন ‘ফিরে দেখা’ নামে একটি ঐতিহাসিক গল্পের সিনেমা। সেখানে কে হবেন তাঁর নায়ক?

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন রোজিনা। গল্পটি তাঁর নিজের। গত শুক্রবার তিনি প্রথম আলোকে জানান, মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি যাচ্ছে। ১৯৭১ সালে তাঁর নানাবাড়ি গোয়ালন্দে একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি। রোজিনা বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবির কাজ গোয়ালন্দে করতে হবে। দৃশ্যায়নে তখনকার আবহ ফুটিয়ে তুলতে হবে। যদিও সেসব জায়গায় এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। তারপরও কিছু জায়গা এখনো তখনকার সময়ের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে।’

পুরোনো দিনের আবহ সৃষ্টি চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘ঐতিহাসিক ছবি তৈরির ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, তা নাহলে সমালোচনার মুখে পড়তে হয়। আমার এই ছবি যেহেতু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি পরিবারকে কেন্দ্র করে, তাই লোকেশন ও প্রপস নিয়ে ভাবতে হচ্ছে। অনেক আয়োজনের ব্যাপার।’

নিজের পরিচালনার ছবিতে অভিনয় করবেন রোজিনা। ছবি: সংগৃহীত
নিজের পরিচালনার ছবিতে অভিনয় করবেন রোজিনা। ছবি: সংগৃহীত

‘ফিরে দেখা’ ছবিতে রোজিনা অভিনয় করবেন একজন বীরাঙ্গনার ভূমিকায়। দীর্ঘ অভিনয়জীবনে এ রকম চরিত্রে তাঁর আগে আর কাজ করা হয়নি। তিনি বলেন, ‘যেহেতু গল্পটা আমার নিজের, তাই চরিত্রটিকে আমি খুব ভালোভাবেই আত্মস্থ করতে পারব। আমার বিপরীতে ইলিয়াস কাঞ্চনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছি। দেখা যাক, তিনি রাজি হন কি না।’

সাত–আট বছর আগে গোয়ালন্দের একজন বীরাঙ্গনার সঙ্গে কথা হয় রোজিনার। সেখান থেকেই ছবির গল্পটিকে তুলে নেওয়া। গল্পে যোগ হবে রোজিনার শৈশবের স্মৃতি। এভাবেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। অভিনয়শিল্পী হিসেবে ছবিটি পরিচালনাও করবেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে এবারই প্রথম চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয় করতে যাচ্ছেন এই শিল্পী। এ জন্য বাড়তি প্রস্তুতিও নেবেন তিনি। তিনি বলেন, ‘এটা বেশ কঠিন কাজ। অভিনয়ও সহজ না, পরিচালনা তো আরও কঠিন। তবে পরিকল্পিতভাবে এগুতে চেষ্টা করছি। আমার সহকারী, ক্যামেরাম্যানসহ অন্য কলাকুশলীদের সঙ্গে আলাপ করছি।’

ছবির বাজেট নিয়ে কিছুটা থমকে গেছেন রোজিনা। তাঁর দাবি, এ ছবি বানাতে খরচ হবে কোটি টাকার বেশি। আর অনুদান পাচ্ছেন ৫০ লাখ টাকা। এ টাকায় ছবিটা যদি ঠিকঠাক করতে না পারেন, তাহলে আত্মসমর্পণ করবেন তিনি। রোজিনা বলেন, ‘গল্প ধরে হিসাব করে দেখেছি, ছবিটি শেষ করতে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার মতো দরকার হবে। কারণ, আমি ভালোভাবে ছবিটি বানাতে চাই। গল্পের সঙ্গে কোনো আপস করব না। যদি পরিকল্পনামতো করতে না পারি, তাহলে সারেন্ডার করব।’ তবে বাকি খরচ নির্বাহের জন্য পৃষ্ঠপোষক খোঁজার কথাও ভেবেছেন। করোনার প্রকোপ কিছুটা কমলেই তিনি ছবির শুটিং শুরু করবেন।