আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে 'আয়না'

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে তরুণ ব্যান্ড নিয়ে আসছে তাদের দ্বিতীয় গান ‘আয়না’
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে তরুণ ব্যান্ড নিয়ে আসছে তাদের দ্বিতীয় গান ‘আয়না’

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে তরুণ ব্যান্ড নিয়ে আসছে তাদের দ্বিতীয় গান ‘আয়না’। দলপ্রধান তরুণ মুন্সী জানান, নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করতে যাচ্ছেন তিনি। দ্য ট্র্যাপ দল থেকে বেরিয়ে নতুন লাইনআপে ২০১৪ সালে ‘তরুণ ব্যান্ড’ নামে যাত্রা শুরু করেন তরুণ মুন্সী। দল গঠনের তিন বছর পর প্রকাশিত হয় তাঁদের নতুন গান ‘অবনি বাড়ি আছ’।

নতুন গানটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা প্রসঙ্গে তরুণ জানান, ভালোবাসা ও সম্মান প্রকাশের জন্যই তাঁরা নতুন গানটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন। তরুণ বলেন, ‘আমার সংগীতজীবনে আইয়ুব বাচ্চু একটি বিশাল অনুপ্রেরণার নাম। এ দেশের ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চুর তৈরি করা রক অ্যান্ড পাওয়ার মিউজিকের একজন অনুসারী আমি। ২০১৮ সালে তাঁর প্রয়াণ–পরবর্তী সময়ে প্রকাশিতব্য গানটি তাই তরুণ ব্যান্ড উৎসর্গ করছে তাঁকে। গানটি বাংলাদেশের ব্যান্ডপ্রেমীরা, বিশেষ করে আইয়ুব বাচ্চু ও এলআরবির ভক্তরা পছন্দ করবেন।’

‘আয়না’ গানটি প্রসঙ্গে তরুণ মুন্সী বলেন, ‘আত্মোপলব্ধি থেকে গানটি রচিত হয়েছে। মানুষ প্রতিনিয়ত নিজের সঙ্গে যুদ্ধ করে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এ কথা আরও সত্য। গানটির কথা ও সুরে সে প্রতিফলন পাওয়া যাবে।’