মেহজাবীনও রাইমা, ঈশিতাও রাইমা

‘কেন’ টেলিছবিতে মেহজাবীন ও ঈশিতা। ছবি: সংগৃহীত
‘কেন’ টেলিছবিতে মেহজাবীন ও ঈশিতা। ছবি: সংগৃহীত

আশির দশকে চট্টগ্রামের এক প্রেমকাহিনি। প্রেমিকার নাম রাইমা। সত্যিকারের সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘কেন?’। সেখানে রাইমার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন এবং ঈশিতা। শুধু তা–ই নয়, রাইমার প্রেমিক আবিরের চরিত্রে অভিনয় করেছেন তওসিফ ও নিশো।

‘কেন’ টেলিছবিতে তওসিফ ও নিশো। ছবি: সংগৃহীত
‘কেন’ টেলিছবিতে তওসিফ ও নিশো। ছবি: সংগৃহীত

হারিয়ে ফেলা প্রেয়সী রাইমাকে খুঁজে পেয়েছিলেন আবির, আবার ফিরিয়েও দিয়েছিলেন। তারপর সময় গড়িয়েছে অনেক। আবির আজও তাঁকে ভোলেননি। আর রাইমার মনেও ছিল প্রশ্ন, কেন তাঁকে ফিরিয়ে দেওয়া হলো! নির্মাতাদের দাবি, একই চরিত্রে দুজন করে তারকার অভিনয়, বাংলাদেশে সম্ভবত এবারই প্রথম। চট্টগ্রামের বিশেষ একটি লোকেশনে ৯ দিন ও ঢাকায় ১ দিন শুটিং করেছেন তাঁরা।

গীতিকবি আসিফ ইকবালের গল্পে ‘কেন?’ টেলিছবিটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান। এতে রয়েছে তিনটি গান। এর মধ্যে মিনারের ‘একটুখানি’ গানটি ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন ভারতের অমৃতা সিং এবং আরেকটি গান করেছেন ইশান মিত্র। ঈদের দিন রাত সাড়ে ১১টায় আরটিভিতে দেখা যাবে এই টেলিছবি। যাঁরা সময়টা ভুলে যাবেন, তাঁদের জন্য পরে গানচিল ড্রামা ও সিনেমার ইউটিউব চ্যানেলে রাখা থাকবে এটি।