আবার লাইট-ক্যামেরা-অ্যাকশন

ঢাকার বাইরে নতুন নাটকের শুটিং করেছেন চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
ঢাকার বাইরে নতুন নাটকের শুটিং করেছেন চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের তারকাদের মধ্যে কেউ কেউ চার মাস ধরে কোনো শুটিংয়ে অংশগ্রহণ করেননি। কেউবা তারও কিছু কম সময়। কিন্তু এখন অনেকেই ভাবছেন জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে এবং মনকে চাঙা রাখতে শুটিংয়ে ফেরা দরকার। নতুন এই স্বাভাবিক (নিউ নরমাল) সময়ে সাবধানতা মেনে কাজ করার পক্ষে বেশ কয়েকজন তারকা। টেলিভিশন চ্যানেলগুলোও তাদের ঈদ আয়োজনে নতুন নাটক উপহার দেওয়ার চেষ্টা করছে। আগের মতো না হলেও সবাই মিলে একটা স্বাভাবিক পরিবেশে কাজ করার কথা আমলে নিয়েছেন অভিনয়শিল্পীরা।

ঢাকার বাইরে নতুন নাটকের শুটিং করেছেন চঞ্চল চৌধুরী। এ নাটকে তাঁর সঙ্গে আছেন আরও পাঁচজন তারকা। বৃন্দাবন দাসের লেখা ও সাগর জাহানের পরিচালনায় নাটকটির নাম ‘নসু ভিলেন’। ‘বহুরূপী জীবন, দীর্ঘ কর্মবিরতির পর আবার লাইট–ক্যামেরা–অ্যাকশন। পেটের ক্ষুধা, মনের ক্ষুধা, সব মিলিয়েই জীবন। সে কারণে বাধ্য হয়েই অনিশ্চিত যাত্রায় পা ফেলা। রংহীন জীবনগুলো, শতধারায় রঙিন হয়ে উঠুক।’ অভিনয়ে ফেরার কথাটি এভাবেই ফেসবুকে জানান দিলেন চঞ্চল চৌধুরী।

ইতিমধ্যে নাটকের কাজ শুরু করেছেন তৌকীর আহমেদ ও তারিন। ছবি: সংগৃহীত
ইতিমধ্যে নাটকের কাজ শুরু করেছেন তৌকীর আহমেদ ও তারিন। ছবি: সংগৃহীত

‘নসু ভিলেন’ নাটকে চঞ্চল চৌধুরী ছাড়া আরও আছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, অপর্ণা ও তানজিকা আমিন। কিছুদিন আগে ঢাকায় ‘পাপ পুণ্য’ সিনেমার প্যাচওয়ার্কের কাজ করেছেন চঞ্চল। মাসুদ সেজানের সাত পর্বের একটি নাটকেরও শুটিং করেছেন তিনি। এখন থেকে নিয়মিত কাজ করবেন জানিয়ে চঞ্চল বলেন, ‘রাস্তায় বের হলেই দেখি হাজার হাজার মানুষ। ভাবলাম, ঘরে বসে থেকে আতঙ্কিত হয়ে লাভ নেই। কাজ যেহেতু শুরু করতে হবে, মানসিকভাবে সাহস নিয়ে নেমে পড়া উচিত। সৃষ্টিকর্তার ওপর ভরসা করে কাজ শুরু করেছি।’

করোনার এই সময়ে কাজ করবেন কি করবেন না, এ নিয়ে দ্বিধায় ছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। অনুরোধ রক্ষা করতে নিজের ঘরে থেকেই একটি নাটকের শুটিং করেছিলেন তিনি। এবার আর নিজের ঘরে নয়, শুটিং স্পটে গিয়ে শুটিং করছেন এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার তিনি শুটিং করেছেন শাহীন চিশতীর ‘আরাধ্য’ নাটকের। মম বলেন, ‘করোনার এই সময়ে সবাইকে বলেছি গল্প পাঠাতে। ভেবেছি, আর কিছু না হোক, অনেকগুলো গল্প পড়েছি। আমি পড়ালেখার মধ্যে থাকতে চেয়েছি। অনেক বই কিনেছি। পড়ালেখা করে আমার মতো আমি সময় কাটিয়েছি। এর মধ্যে খেয়াল করলাম, পাঁচ থেকে ছয়টি গল্প অনেক ভালো লেগেছে। ভালো লাগা স্ক্রিপ্টগুলোর সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। হয়তো সেগুলো নিয়ে কাজ করব।’

নাটকের দৃশ্যে অভিনেত্রী সানজিদা প্রীতি অভিনেতা জাহিদ হাসানকে তরমুজ খাইয়ে দিচ্ছেন। ছবি: সংগৃহীত।
নাটকের দৃশ্যে অভিনেত্রী সানজিদা প্রীতি অভিনেতা জাহিদ হাসানকে তরমুজ খাইয়ে দিচ্ছেন। ছবি: সংগৃহীত।

মোশাররফ করিমও অভিনয়ে ফিরেছেন। গত শুক্রবার তিনি শুটিং করেন দীপ্ত টেলিভিশনের ঈদের ধারাবাহিক নাটক ‘গিরগিটি’র। এই নাটকে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, জুঁই করিম প্রমুখ। মোশাররফ করিম বলেন, ‘আগে থেকে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ ছিলাম, তাই করছি। শুটিংয়ে সাবধানতার সঙ্গে কাজ করছি। কাজে মনোযোগী হওয়া সম্ভব হয়, যদি পরিবেশ ঠিক থাকে। কিন্তু সব সময় পরিবেশ ঠিক রাখা যায় না। মানসিক একটা সমস্যা থাকছেই। যদিও এখন পর্যন্ত ভালো আছি।’
ইতিমধ্যে নাটকের কাজ শুরু করেছেন আরও অনেকে। তাঁদের মধ্যে জাহিদ হাসান যেমন আছেন, তেমনি আছেন তৌকীর আহমেদ, তারিন, সাজু খাদেম, মাজনুন মিজান, নাদিয়া, নাঈম, তাসনিয়া ফারিন, জোভান প্রমুখ। এরই মধ্যে কাজ শুরু করেছিলেন অপূর্ব আর মেহ্জাবীনও। কিন্তু তাঁদের শুটিং ইউনিটের দুজন কলাকুশলী করোনায় আক্রান্ত হওয়ায় তাঁরা হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। বিরতি নিয়েছেন জাহিদ হাসান, মোশাররফ করিমও।

ঈদ আসছে। টেলিভিশনের চাই নতুন কিছু নাটক। তারকারাও ঘরে বসে মানসিকভাবে অস্থির হয়ে আছেন। অন্যদিকে কাজ না থাকায় শুটিংসংশ্লিষ্ট অন্য কলাকুশলীরা আছেন সংকটে। সবকিছু মিলিয়ে টেলিভিশন তারকারা নতুন স্বাভাবিকে কাজে নামার কথা আমলে নিয়েছেন গুরুত্বসহকারেই।