সাফা এখন নতুন ড্রাইভার

‘ট্র্যাপ’ নাটকের দৃশ্যে সাফা কবির ও ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত
‘ট্র্যাপ’ নাটকের দৃশ্যে সাফা কবির ও ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

করোনায় কতজন কত কিছু শিখলেন! সাফা কবির শিখলেন গাড়ি চালানো। নতুন ড্রাইভার সাফা এখন প্রায়ই গাড়ি নিয়ে বড় রাস্তায় যাচ্ছেন। এমনকি গাড়ি চালিয়ে একটি নাটকের শুটিংও করে ফেলেছেন তিনি।

সম্প্রতি ‘ট্র্যাপ’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন টিভি তারকা সাফা কবির। নাটকের গল্পে মাহিন নামের এক তরুণের অনুরোধে তাকে লিফট দেন জেরিন চরিত্রের সাফা। গন্তব্যে না পৌঁছে দিয়ে ছুরির মুখে তিনি ওই তরুণকে অপহরণ করেন। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করলেন তিনি। সাফা বলেন, ‘অপহরণকারীর অঙ্গভঙ্গি, অ্যাকশন, সংলাপ বলার বিষয়গুলো আমার জন্য নতুন। যাকে অপহরণ করা হয়, তাকে ছুরির মুখে ভয় দেখানোর জন্য পারদর্শিতা দরকার।’

‘ট্র্যাপ’ নাটকের দৃশ্যে সাফা কবির। ছবি: সংগৃহীত
‘ট্র্যাপ’ নাটকের দৃশ্যে সাফা কবির। ছবি: সংগৃহীত

সাফা জানান, নাটকটির বেশির ভাগ শুটিং হয়েছে চলন্ত একটি প্রাইভেট কারের ভেতরে। এই নাটকের শুটিং শুরুর আগে গাড়ি চালাতে পারতেন না তিনি। টুকটাক জানলেও সেটা বড় রাস্তায় চালানোর উপযোগী নয়। নাটকের জন্য একটি পুরো দিন গাড়ি চালানো শিখেছেন তিনি। সাফা বলেন, ‘আমি কখনো রাস্তায় গাড়ি চালাইনি। যেটুকু পারি সেটাকে খুব একটা পারা বলে না। শুটিংয়ের আগে অনেকবার অনুশীলন করে নিয়েছিলাম। দৃশ্য ধারণের সময় রাস্তায় গাড়ি চালাতে ভয় হচ্ছিল। পরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে চালিয়ে শট দিতে হয়েছে। ডানে-বাঁয়ে মোড় নেওয়ার সময় সহশিল্পী সহযোগিতা করেছেন। এই নাটকের পর থেকে এখন রাস্তায় গাড়ি চালাতে সাহস পাচ্ছি। মাঝেমধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছি।’

‘ট্র্যাপ’ নাটকটিতে সাফার সহশিল্পী ইরফান সাজ্জাদ। নাটকটির পরিচালক শাহীদ সম্পদ। প্রযোজক জানান, ঈদুল আজহার আগের রাতে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে নাটকটি দেখা যাবে।