রিয়ার মামলা লড়বেন সালমানের আইনজীবী

রিয়া চক্রবর্তী ছবি: ইনস্টাগ্রাম।
রিয়া চক্রবর্তী ছবি: ইনস্টাগ্রাম।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাটি হঠাৎই সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। সুশান্তর বাবা কে কে সিং রিয়া চক্রবর্তীসহ আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে সুশান্তর প্রেমিকা রিয়া এই মামলা লড়ার জোরদার প্রস্তুতি নিচ্ছেন। এই মামলা লড়ার জন্য তিনি খ্যাতিসম্পন্ন আইনজীবীকে নিযুক্ত করেছেন। জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খানের কেসের দায়িত্ব তাঁর হাতে ছিল। ১৯৯৮ সালে সালমানের কালো হরিণ শিকারের মামলা লড়েছিলেন তিনি। এর আগে ১৯৯৩ সালে সঞ্জয় দত্তের মুম্বাই বোমা বিস্ফোরণ–কাণ্ডের মামলার দায়িত্বেও তিনি ছিলেন। সতীশমান সিন্দে নামের ওই আইনজীবী ভারতের সবচেয়ে ব্যয়বহুল আইনজীবীদের মধ্যে অন্যতম।

সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী ছবি: ইনস্টাগ্রাম।
সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী ছবি: ইনস্টাগ্রাম।
রিয়া চক্রবর্তী ছবি: ইনস্টাগ্রাম।
রিয়া চক্রবর্তী ছবি: ইনস্টাগ্রাম।

খবর অনুযায়ী, রিয়া নিজেকে বাঁচাতে মরিয়া। তাই তিনি আইনজীবী সতীশমান সিন্দের শরণাপন্ন হয়েছেন। সালমান খান ও সঞ্জয় দত্তের হয়ে মামলায় লড়েছিলেন এই খ্যাতনামা উকিল। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে গভীর অভিযোগ এনে সুশান্তর বাবা পাটনা থানায় মামলা করেছেন। তাঁর অভিযোগ, রিয়াই সুশান্তকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিলেন। এমনকি পুলিশ রিয়াকে গ্রেপ্তার করার জন্যও প্রস্তুতি নিচ্ছে। তাই রিয়ার অন্তর্বর্তী জামিনের প্রস্তুতি নিচ্ছেন সতীশমান। রিয়া ইতিমধ্যে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। তাঁর জুনিয়র উকিল আনদনিকে রিয়ার বাসা থেকে বের হতে দেখা গেছে। সুশান্তর বাবা কে কে সিং সাত পাতার এফআইআর করেছেন। এই এফআইআরে সুশান্তর অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি ট্রান্সফারের কথা উল্লেখ আছে। কে কে সিং লিখেছেন, রিয়া ও তাঁর পরিবারের লোকেরা সুশান্তকে মানসিকভাবে অসুস্থ দেখাতে চেয়েছেন। সুশান্তর সঙ্গে সম্পর্কের পর রিয়ার জীবনযাপনেও পরিবর্তন আসে বলে জানিয়েছে একাধিক সূত্র। অনেকের দাবি, রিয়া সুশান্তের মৃত্যুর মামলায় দেশের সবচেয়ে ব্যয়বহুল আইনজীবী নিযুক্ত করেছেন, এটিও সুশান্তের অর্থে। সুশান্তর থেকে অর্থ আত্মসাৎ করা না হলে বলিউডে রিয়ার যে অবস্থান বা রিয়ার যে অর্থনৈতিক অবস্থা, তা দিয়ে নাকি এটা সম্ভব হতো না।