প্রথমবার দ্বৈত গানে নবনীতা ও লাবিক

নবনীতা চৌধুরী ও লাবিক কামাল প্রথমবার দ্বৈতকণ্ঠে গান করলেন। ছবি: সংগৃহীত
নবনীতা চৌধুরী ও লাবিক কামাল প্রথমবার দ্বৈতকণ্ঠে গান করলেন। ছবি: সংগৃহীত

নবনীতা চৌধুরী ও লাবিক কামাল দুজনই আলাদা স্কেলে গান করেন। মূলত, এ কারণে তাঁদের দ্বৈতকণ্ঠে গান করা হয়নি। এবার করলেন। নবনীতা চৌধুরী ও লাবিক কামালের দ্বৈতকণ্ঠে গাওয়া রাধারমণ দত্তের গান ‘বন্ধু দয়াময়’ গানটি আগামীকাল ৪ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব পেজে দেখা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ‘বন্ধু দয়াময়’ গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল।

লাবিকের সংগীতায়োজনে নবনীতার কণ্ঠে ‘সোনালী বন্ধু’, ‘রূপ দেখিলাম রে’, ‘বল গো সখী’ গানগুলো জনপ্রিয় হলেও এই প্রথম এ সংগীতজুটি একসঙ্গে গান করলেন। এ প্রসঙ্গে নবনীতা বলেন, ‘মঞ্চে বা টেলিভিশনে আমরা নিয়মিত একসঙ্গে গাইলেও এটাই প্রথম একসঙ্গে গাওয়া গান। সব সময় কোথাও গাইতে গেলেই দ্বৈত গানের অনুরোধ থাকে দর্শক, শ্রোতার কাছ থেকে। অবশেষে আমরা রাধারমণের দারুণ সুন্দর এই গানটি করলাম একসঙ্গে।’

লাবিক বলেন, ‘আমাদের দুজনের স্কেলটা একসঙ্গে গাওয়ার জন্য মেলানো কঠিন, তাই অনেক গানে হারমোনাইজ করলেও দ্বৈত গাওয়া হয়নি। কিন্তু এই গানটা দুজনে মিলে গাইতে এবং মিউজিক করতে এত এনজয় করলাম যে মনে হলো গানটা রিলিজ হলে সবাই হয়তো পছন্দ করবেন। জি সিরিজের খালেদ ভাইও গান শোনামাত্র খুব আগ্রহ দেখালেন এবং মিউজিক ভিডিও করে এই ঈদেই প্রকাশ করতে চাইলেন।’

নবনীতা চৌধুরী ও লাবিক কামাল প্রথমবার দ্বৈতকণ্ঠে গান করলেন। ছবি: সংগৃহীত
নবনীতা চৌধুরী ও লাবিক কামাল প্রথমবার দ্বৈতকণ্ঠে গান করলেন। ছবি: সংগৃহীত

লাবিক ও নবনীতার গাওয়া ‘বন্ধু দয়াময়’ গানটি এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের ‘ঈদ আনন্দমেলা’য় প্রচারিত হয়েছে। অনেকে তাঁদের এ গানের প্রশংসাও করেছেন। জি সিরিজ থেকে প্রকাশিতব্য মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ। গানটি মিক্স করেছেন এবং বেইজ বাজিয়েছেন ফায়জান আহমেদ এবং গিটার বাজিয়েছেন রাফসান। স্বাস্থ্যবিধি মেনে এই গানের মিউজিক ভিডিও শুটিংয়ে শিল্পীরা অংশ নিয়েছেন।