করোনাকালে দ্বিগুণ উদ্যমে সংগীত চর্চা করেছেন সেমন্তি

সেমন্তি মঞ্জরি। ছবি: সংগৃহীত
সেমন্তি মঞ্জরি। ছবি: সংগৃহীত

আজ রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণদিবস। এ উপলক্ষে আজ প্রথম আলোর ফেসবুক লাইভে শোনা যাবে বাংলাদেশের তরুণ রবীন্দ্রসংগীতশিল্পী সেমন্তি মঞ্জরির গান। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন সেমন্তি মঞ্জরি। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে উপভোগ করা যাবে তাঁর গান।

করোনাকালে লকডাউনে কীভাবে গানের চর্চা চলছে? উত্তরে সেমন্তি মঞ্জরি জানালেন, করোনায় তাঁর গানের চর্চা দ্বিগুণ বেড়ে গেছে। ইতিমধ্যে সেমন্তির ফেসবুক পেজ ‘থ্রি মিনিটস টিউনস’ থেকে রবীন্দ্রনাথের একটি গান ও শচীন দেববর্মনের একটি গান কাভার করেছেন। লন্ডনে পড়াশোনার সময় সেখানকার উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে গান শেখাতেন। দীর্ঘদিন পর লকডাউনে আবারও লন্ডনের উদীচীতে নিয়েছেন গানের ক্লাস। দীর্ঘদিন পর শিক্ষকতায় ফিরতে পেরে বেশ লেগেছে সেমন্তির। কিন্তু শিগগিরই অনলাইনে এই গান শেখানো বন্ধ হয়ে যাবে। কেননা লন্ডনে ‘নিউ নরমালে’ একটু একটু করে খুলে দেওয়া হচ্ছে স্কুল–কলেজ। বাচ্চাদেরও তাই সময় মিলিয়ে গান শেখার ফুরসত মিলবে না। বাইরের খাবার খেতে ভালোবাসেন সেমন্তি। লকডাউনে সেটা সম্ভব নয়। তাই ঘরে বসে গানের পাশাপাশি নিজেই বানিয়ে নিয়েছেন রেস্টুরেন্টের মতো স্বাদের খাবার।

সেমন্তি মঞ্জরির জীবনসঙ্গী শুভময় হকও গানের মানুষ। দুজনে মিলে গানকে সঙ্গী করে করোনাকালের গৃহবন্দিত্বের দিনগুলো খারাপ কাটেনি সেমন্তির। আজ প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ ছাড়াও ভারতের একটি সংগঠনের হয়েও রবীন্দ্রনাথের গান গাইবেন সেমন্তি। প্রথম আলোর লাইভে গাইবেন পাঁচটি গান। ‘আজি বিজন ঘরে’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আজি তোমায় আবার চাই’, ‘আজি ঝরের রাতে’ ও ‘আমার প্রাণের মানুষ’।

সেমন্তি মঞ্জরি। ছবি: সংগৃহীত
সেমন্তি মঞ্জরি। ছবি: সংগৃহীত

করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছে মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। এ আয়োজনে ইতিমধ্যে গেয়েছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অণিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশী, অপু আমান, স্বরলিপি, আশিকুজ্জামান টুলু, রোদিয়া, আশিক, মেহেদী হাসান, সন্দীপন, পূজা, রেহান, ঝিলিক, সুস্মিতা দে, মেহের আফরোজ শাওন, রাশেদ, সিঁথি সাহা, গামছা পলাশ, সায়ন্তনী ত্বিষা, খৈয়াম শানু সন্ধি, নন্দিতা, সুকন্যা, হাসান আবিদুর রেজা জুয়েল, কনা, সালমা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।