২৬ দিনে করোনা জয় করলেন তমা মির্জা

২৬ দিনে ক‌রোনা জয় করলেন তমা মির্জা। ছবি: ফেসবুক
২৬ দিনে ক‌রোনা জয় করলেন তমা মির্জা। ছবি: ফেসবুক

অব‌শে‌ষে ক‌রোনামুক্ত হ‌লেন চিত্রনা‌য়িকা তমা মির্জা। গতকাল বৃহস্প‌তিবার তাঁর নমুনা পরীক্ষার ফল নে‌গে‌টিভ আসে। এক মাস ধ‌রে কো‌ভিড–১৯–এর স‌ঙ্গে লড়‌ছি‌লেন তমা মির্জা। গত জুলাই‌য়ের প্রথম সপ্তা‌হে তি‌নি অসুস্থ হন। প‌রে নমুনা পরীক্ষা কর‌লে ফল প‌জি‌টিভ আসে তাঁর। ঢাকার বাসা‌তেই আই‌সো‌লে‌শনে চ‌লে যান তিনি। চি‌কিৎসা নেন বা‌ড়ি‌তেই। ১১ জুলাই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তমা মির্জা আজ শুক্রবার তাঁর ক‌রোনা জ‌য়ের খবর প্রথম আলো‌কে জা‌নি‌য়ে ব‌লেন, ‘সবার দোয়ায় আমার রি‌পোর্ট নে‌গে‌টিভ এসে‌ছে। ত‌বে কিছুটা কা‌শি ও শ্বাসকষ্ট এখনো আছে। আমার চি‌কিৎসক জা‌নি‌য়ে‌ছেন, আমি সুস্থ। ত‌বে রো‌গের কিছু লক্ষণ র‌য়ে যে‌তেই পা‌রে। এ নি‌য়ে চিন্তার কিছু নেই।’

তমা মির্জার সুস্থতার স‌ঙ্গে স‌ঙ্গে তাঁর গোটা প‌রিবার ক‌রোনামুক্ত হ‌লো। এর আগে তাঁর বাবা, মা ও গা‌ড়ির ড্রাইভার ক‌রোনায় আক্রান্ত হন। একে একে সবাই ক‌রোনামুক্ত হ‌য়ে‌ছেন। বাদ ছি‌লেন না‌য়িকা একাই। পু‌রো এক মাস ভু‌গে ক‌রোনা ছাড়ল তমা মির্জা‌কেও। এখন তি‌নি কা‌জে ফেরার প‌রিকল্পনা কর‌ছেন।

বর্তমা‌নে দেশ টি‌ভি‌তে ‘তমার প্রিয়তমা’ না‌মে এক‌টি অনুষ্ঠান উপস্থাপনা কর‌ছেন তমা মির্জা। এ অনুষ্ঠা‌নে সে‌লি‌ব্রি‌টি‌দের মু‌খোমু‌খি হন তি‌নি।

তমা মির্জা। ছবি: ফেসবুক
তমা মির্জা। ছবি: ফেসবুক

গত বছর তমা মির্জা বি‌য়ের পিঁড়ি‌তে ব‌সেন। তাঁর স্বামীর নাম হিশাম চিশতী। তি‌নি কানাডায় বসবাস কর‌ছেন। গত বছর একটা লম্বা সময় কানাডায় কা‌টি‌য়ে দেশে ফিরেছেন তমা মির্জা।

২০১০ সালে এম‌বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার। ‘মনে প্রাণে আছো তুমি’, ‘পালাবার পথ নেই’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ছোট্ট সংসার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তিনি।

শাহ‌নেওয়‌াজ কাকলী প‌রিচা‌লিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার পে‌য়ে‌ছেন তমা মির্জা।