এবার বাবা হারালেন ন্যান্সি

বাবার সঙ্গে ন্যান্‌সি। ছবি: সংগৃহীত
বাবার সঙ্গে ন্যান্‌সি। ছবি: সংগৃহীত

মারা গেছেন কণ্ঠশিল্পী ন্যান্‌সির বাবা নাঈমুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বাদ জোহর লেকসিটি কনকর্ড জামে মসজিদে জানাজার পর তাঁর মরদেহ নিয়ে নেত্রকোনা রওনা দিয়েছে তাঁর পরিবার। সেখানে ন্যান্‌সির মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করতে চায় পরিবার।

স্বামী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহে থাকেন ন্যান্‌সি। আর তাঁর বাবা থাকতেন রাজধানীর খিলক্ষেতে। সকালে বাবার মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে স্বামী ও ছোট ভাইকে নিয়ে ঢাকায় ছুটে আসেন ন্যান্‌সি। ফেরার পথে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাবার তেমন শারীরিক সমস্যা ছিল না। দাঁতে সমস্যা ছিল, আর রক্তচাপও ছিল। এত তাড়াতাড়ি বাবা আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি! সবাই বাবার জন্য দোয়া করবেন।’

বাবার কোলে ন্যান্‌সি ও মায়ের কোলে বড় ভাই জাকারিয়া নোমান। ছবি: সংগৃহীত
বাবার কোলে ন্যান্‌সি ও মায়ের কোলে বড় ভাই জাকারিয়া নোমান। ছবি: সংগৃহীত

ন্যান্‌সির মায়ের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তাঁর বাবা। সেই সংসারে তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। তিন বছর আগে তৃতীয়বার বিয়ে করেন নাঈমুল হক। মৃত্যুর আগপর্যন্ত তৃতীয় স্ত্রীকে নিয়ে খিলক্ষেতে থাকতেন তিনি। এই সংসারে তাঁদের কোনো সন্তান নেই। ২০১২ সালের ২০ ডিসেম্বর মাকে হারিয়েছিলেন ন্যান্‌সি।

বাবা-মায়ের সঙ্গে ন্যান্‌সি ও তাঁর দুই ভাই। ছবি: সংগৃহীত
বাবা-মায়ের সঙ্গে ন্যান্‌সি ও তাঁর দুই ভাই। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থ নিয়ন্ত্রক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসরে যান। তিনি ১৯৫৫ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কড়পাড়ায় জন্মগ্রহণ করেন। ন্যান্‌সি তাঁর প্রথম স্ত্রীর সন্তান। ন্যান্‌সি বলেন, ‘গতকাল রাতে আমাকে জানানো হয়, বাবা অসুস্থ হয়ে পড়েছেন। সেটা খুব সিরিয়াস ছিল না। প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ সকালের দিকে তিনি মারা যান।’