রাতে লাইভে গান শোনাবেন প্রীতম

প্রীতম আহমেদ। ছবি: সংগৃহীত
প্রীতম আহমেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ঘরে বসে আজ গান শোনাবেন শিল্পী প্রীতম আহমেদ। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’-এ গাইবেন তিনি।

করোনায় ঘরে বসে দিন কাটাচ্ছেন বেশির ভাগ মানুষ। গান শুনিয়ে তাঁদের বিষণ্নতা দূর করে দিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। এ জন্য প্রথম আলো এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ইলেকট্রনিক তানপুরা ও গিটার বাজিয়ে প্রীতম আজ শোনাবেন নিজের লেখা ও সুরে ‘দহন’, ‘বেঈমান’, ‘আমি আছি’, ‘এমন কেন’ গানগুলো। প্রীতম বলেন, ‘“বেঈমান” গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। পাঁচ দেশের মিউজিশিয়ান মিলে এ গানে বাজিয়েছি।’

চলতি বছরের নভেম্বর মাসে প্রীতমের সংগীতজীবনের ২১ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে নতুন করে ২১টি গান প্রকাশ করছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে সাতটি নতুন, সাতটি পুরোনো ও সাতটি অন্য শিল্পীর গান। এ প্রসঙ্গে প্রীতম বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া আসিফের গাওয়া “দুঃখ সারি সারি” গানটিও এ তালিকায় রয়েছে। এ ছাড়া রয়েছে আমার প্রথম রেকর্ড করা গান “সে”।’

বেশ কয়েক বছর হলো যুক্তরাজ্যে বাস করছেন প্রীতম আহমেদ, পড়ছেন অডিও প্রোডাকশন বিষয়ের ওপর। মহামারি স্বাভাবিক হলে বিশ্বের বড় বড় ২১টি শহরে কনসার্ট করবেন তিনি। কনসার্ট থেকে পাওয়া অর্থ করোনায় দুর্গত বেশ কিছু পরিবারের হাতে তুলে দেবেন এই শিল্পী। সম্প্রতি গঠিত গীতিকবি সংঘের সমন্বয় কমিটির সদস্য হয়ে গীতিকারদের অধিকার ও কপিরাইট কার্যক্রমের কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি।