বঙ্গবন্ধুর বাকি খুনিদের বিচার চাইলেন চলচ্চিত্র তারকারা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনায় তারকা, প্রযোজক ও পরিচালকেরা। ছবি–সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনায় তারকা, প্রযোজক ও পরিচালকেরা। ছবি–সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদের বিচার চাইলেন তারকারা। আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালার ল্যাবের সামনে শোক দিবসের আলোচনায় এসব দাবি তোলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁরই হাতে গড়া এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠন এই আয়োজন করে। বেলা ১১টায় চলচ্চিত্রের সব কটি সংগঠন মিলিত হয়ে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

‘বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে হত্যা করে একটি চক্র আজও চেষ্টা করছে স্বাধীনতার পক্ষের শক্তিকে নানাভাবে কলঙ্কিত করতে। বঙ্গবন্ধুকন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চক্র ভেঙে কয়েকজনের বিচার করেছেন। আজকের এই শোকের দিনে আমি তাঁর কাছে অনুরোধ করছি, যেসব খুনি দেশের বাইরে অবস্থান করছে, দ্রুত তাদের দেশে এনে বিচার করা হোক।’ বললেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।

রিয়াজ আরও বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির জন্য অত্যন্ত কলঙ্কের একটি দিন। ১৯৭৫ সালের আজকের রাতেই কিছু বিপথগামী মানুষ আমাদের পিতাকে সপরিবার হত্যা করেছিল। তারা একটি সুসংগঠিত চক্র। ২০২০ সালেও সেই চক্র সক্রিয়। তারা বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন গুজব সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই চক্রকে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অতি দ্রুত তিনি বাংলার মাটিকে কলঙ্কমুক্ত করতে সক্ষম হবেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনায় সাইমন, রিয়াজ, অপু বিশ্বাস ও নিপুণ। ছবি-সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনায় সাইমন, রিয়াজ, অপু বিশ্বাস ও নিপুণ। ছবি-সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান বলেন, ‘একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরেও বঙ্গবন্ধু ছিলেন সংস্কৃতিমনা মানুষ। তিনি ছিলেন চলচ্চিত্রের বন্ধু। এই এফডিসি তাঁরই হাতে গড়া। চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পরপরই বঙ্গবন্ধু চলচ্চিত্রশিল্পের উন্নয়নের সঙ্গে অনেকগুলো গঠনমূলক সিদ্ধান্ত নেন। এসব সিদ্ধান্তের ফলে দ্রুত চলচ্চিত্রশিল্পের বিকাশ সম্ভব হয়। কিন্তু আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে, বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি ভালো নেই। ভালো নেই এখানকার মানুষগুলো। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আজ তাঁর হাতে গড়া এফডিসির এমন অবস্থা দেখতে হতো না। তাই বঙ্গবন্ধুকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, আপনার বাবা তথা সমগ্র বাঙালি জাতির পিতার হাতে গড়া এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে দ্রুত কঠোর পদক্ষেপ নিন। আপনি ছাড়া আর কোনো উপায় দেখছি না। প্লিজ, আপনি শুধু আমাদের কাজের পরিবেশটুকু তৈরি করে দিন, বাকিটা আমরাই তৈরি করে নেব।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনায় শাকিব খান ও মৌসুমী। ছবি-সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনায় শাকিব খান ও মৌসুমী। ছবি-সংগৃহীত

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তারকাদের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক, পরিচালকসহ অন্য সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানি, মৌসুমী, রিয়াজ, শাকিব খান, মিশা সওদাগর, নিপুণ, অপু বিশ্বাস, অনন্ত জলিল, সাইমনসহ অনেকে। আরও ছিলেন প্রযোজক সমিতির খোরশেদ আলম, শামসুল আলম প্রমুখ। পরিচালকদের মধ্যে মুশফিকুর রহমান, বদিউল আলম, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।