'আকাশ পাঠানোর মানুষ এখনো পাইনি'

অপর্ণা ঘোষ। তিনি প্রথম অভিনয় করেন ছোট পর্দায়। এখন ছোট পর্দার পাশাপাশি অভিনয় করছেন বড় পর্দায়। এবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অপর্ণা ঘোষ, ছবি: কবির হোসেন
অপর্ণা ঘোষ, ছবি: কবির হোসেন

স্ট্রেট বল
স্কুল
প্রথম স্কুল ছিল শিশু নিকেতন, তারপর রাঙামাটি গার্লস স্কুল।
ছাত্রী হিসেবে
ফাঁকিবাজ ছিলাম।
প্রথম টিভি নাটক
লাক্সের সেরা পাঁচজনকে নিয়ে একটা নাটক হয়েছিল। তবুও ভালোবাসি।
অনেকবার পড়া বই
মুহম্মদ জাফর ইকবালের লেখা, জারুল চৌধুরীর মানিকজোড়।

গুগলি
আমার চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ
দেশের বাইরে ব্র্যাড পিট, টম ক্রুজ, রণবীর কাপুর। দেশে নিশো আর অপূর্ব।
রেস্তোরাঁয় ভরপুর খাওয়ার পর যদি দেখি, পার্স-মোবাইল সব ভুল করে বাসায় ফেলে এসেছি
প্রথমে রেস্তোরাঁর মালিককে বুঝিয়ে-সুঝিয়ে বের হয়ে আসার চেষ্টা করব। নয়তো কী আর করা! হাঁড়ি-পাতিল মাজতে হবে...
আমার একটা পোষা ভূত থাকলে, নাম রাখতাম
ভূত-টূত আমি বিশ্বাসই করি না। থাকলেও পোষার কোনো ইচ্ছা নেই, নাম রাখা তো দূরের কথা।
রাস্তায় হুট করে একদিন অপরিচিত কেউ যদি সামনে দাঁড়িয়ে বলে, ‘আই লাভ ইউ’
খুবই খুশি হব!

পাওয়ার প্লে
অভিনয় ছাড়া যা ভালো পারি
রান্না করতে পারি

আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে যে চরিত্রটার নাম সবচেয়ে প্রিয়
হাউসফুল নাটকের ফারিয়া।
যে চরিত্রের মতো মনে মনে হতে চেয়েছি
ফিউরিয়াস সেভেন ছবিতে মিশেল রদ্রিগেজের চরিত্রটা খুব আকর্ষণীয় মনে হয়। আমার ‘কার রেসিং’ খুব প্রিয়।
যে সঙ্গে থাকলে না হেসে থাকা কঠিন
দুজনের নাম বলব। মিশু সাব্বির আর শাফায়েত মনসুর রানা।

ফুলটস
বিপদে পড়লে যাকে সবার আগে ফোন করব
একজনের নাম যদি বলতে হয়...আমার একটা বন্ধু আছে সাজিদ, হয়তো ওকে।
অভিনয়শিল্পী হিসেবে নিজেকে দশে
এক দেব। এখনো অনেক কিছু শেখার আছে।
‘আমি আকাশ পাঠাব’—কাকে?
আকাশ পাঠানোর মানুষ এখনো পাইনি। খামে ভরে রেখেছি।
আমার সবচেয়ে বড় শক্তি
আমার বাবা

বাউন্সার
‘রিলেশনশিপ স্ট্যাটাস’
সিঙ্গেল।
প্রেম করে বিয়ে, নাকি বিয়ে করে প্রেম?
প্রেম করে বিয়ে।
‘মিডিয়া’য় আসার আগে জায়গাটা নিয়ে যা ভাবতাম
ছোটবেলায় টিভি দেখলে মনে হতো, মানুষগুলো বোধ হয় টিভির ভেতরেই থাকে। উঁকিঝুঁকি দিয়ে কত যে ভেতরের মানুষগুলো দেখার চেষ্টা করেছি! কখনো ভাবিনি, আমিও একদিন টিভির ভেতর ঢুকে যাব।
‘নিরিবিলি একটা বিকেল’—যার সঙ্গে কাটাতে চাই
আমি নিজেকে অনেক ভালোবাসি। নিরিবিলি বিকেলে একলা একটা সুন্দর ব্যালকনিতে বসে চা খেতে চাই।