অনলাইনে মন্দ কথার উচিত জবাব

সম্প্রতি ঠান্ডা মেজাজে একটি মন্দ মন্তব্যের উচিত জবাব দিয়েছেন স্বরা ভাস্কর
ইনস্টাগ্রাম

বিনোদন জগতের মানুষদের এখন হাতের নাগালেই পাওয়া যায়। তাঁরা এখন আর আগেকার তারকাদের মতো দূরের কেউ নন। সামাজিক যোগাযোগমাধ্যমে চাইলেই এখন তাঁদের সঙ্গে ভাব বিনিময় করা যায়। আবার অনেকে স্বভাবসুলভ খোঁচাখুঁচি করে উত্ত্যক্তও করেন তাঁদের। বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে এসব নিয়মিত ঘটে। বেশির ভাগ সময়ই তিনি চটে যান। সম্প্রতি ঠান্ডা মেজাজে একটি মন্দ মন্তব্যের উচিত জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রলের শিকার হন এই বলিউড অভিনেত্রী
ইনস্টাগ্রাম

গত বুধবার টুইটারে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন স্বরা। মেকআপ ছাড়া সাধারণ ওই ছবিতে দেখা যায়, শাড়ি পরা স্বরার চুল পেছনে টেনে বাঁধা, আর চোখে ছিল কাজল। ক্যাপশনে লিখেছেন, ‘একটা শাড়ি, পার্ক, একটু হাঁটা আর একটা বই...একেই বুঝি বলে শান্তির অন্বেষণ।’ ছবির নিচে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘শাড়ি পরলে আমার বাসার কাজের মেয়েটাকেও তোমার চেয়ে সুন্দর লাগে, মোহময় লাগে।’ জবাবে স্বরা লেখেন, ‘আমি নিশ্চিত, আপনার বাড়িতে যিনি কাজ করেন, তিনি সুন্দরী। আশা করি, আপনি তাঁকে ও তাঁর পরিশ্রমকে যথাযথ সম্মান দেন। দয়া করে তাঁর সঙ্গে কোনো অভদ্র আচরণ করবেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রলের শিকার হন এই বলিউড অভিনেত্রী। তাঁদের ওপর ভীষণ বিরক্ত তিনি। ‘ভিরে দি ওয়েডিং’ ছবির তৃতীয় বর্ষপূর্তিতে ছবির একটি দৃশ্য শেয়ার করে তাঁদের উদ্দেশে স্বরা লিখেছিলেন, ‘যে ছবি ফিল্ম ইন্ডাস্ট্রির অর্থনীতিকে চাঙা করেছিল, সেই ছবির তৃতীয় বর্ষপূর্তি…আমাকে নিয়ে ট্রল করার জন্য দুই টাকার গ্যারান্টি স্কিম চালু করেছি।’

স্বরা ভাস্করকে শিগগিরই দেখা যাবে ‘শির কোরমা’ ছবিতে
ইনস্টাগ্রাম

স্বরা ভাস্করকে শিগগিরই দেখা যাবে ‘শির কোরমা’ ছবিতে। ফারাজ আরিফ আনসারির পরিচালনায় এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্তা ও শাবানা আজমি।