অমিতাভ, শাহরুখ, বিদ্যাদের বিদ্যার দৌড়
রুপালি পর্দায় তাঁরা অনন্য, কিন্তু পড়ালেখায়? অনেকেই হয়তো ভাবছেন, তারকাদের পড়ালেখার অত সময় কই! ছোট থেকেই তো শোবিজে ঢোকার দৌড়ে ব্যস্ত। তাঁরা হয়তো জানেন না, রুপালি পর্দার বাইরে পড়ালেখায়ও এই তারকারা দারুণ।
শাহরুখ খান
দিল্লির কলাম্বিয়া স্কুলে পড়ালেখা করেছেন কিং খান। শৈশবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও চৌকস ছিলেন এই তারকা। হকি আর ফুটবল ভালো খেলতেন। কিং খান স্কুলের সেরা পুরস্কার ‘সোর্ড অব অনার’ পেয়েছিলেন। এরপরে ভারতের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। গণযোগাযোগে স্নাতকোত্তর করার জন্য জামিয়া মিল্লিয়া ইসলামিয়াতে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়ের জন্য মাঝপথেই থেমে যায় পড়াশোনা।
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন ভারতের নৈনিতালের শেরউড কলেজ থেকে স্নাতক। দিল্লির কিরোড়ি মল কলেজ থেকে কলা বিভাগের দুটি বিষয়ে ডিগ্রি নেন বিগ বি। অমিতাভ বচ্চন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
সারা আলী খান
সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান পড়ালেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন তিনি। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করেছেন সারা।
রণদীপ হুদা
রণদীপ হুদার ছাত্রজীবন কেটেছে দিল্লি পাবলিক স্কুলে। এরপর পড়ালেখা করতে পাড়ি জমান অস্ট্রেলিয়ার মেলবর্নে। সেখান থেকে ব্যবসায় ব্যবস্থাপনা এবং মানবসম্পদে স্নাতকোত্তর করেন রণদীপ।
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া ভারতের আম্বালার কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলে পড়ালেখা করেন। মাত্র ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য এই বলিউড নায়িকা যুক্তরাজ্যে যান।
ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, অর্থায়ন এবং অর্থনীতিতে স্নাতক করেন তিনি। সেখানে পড়াশোনার সময় পরিণীতি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ক্যাটারিং বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। পরিণীতি ভারতীয় ধ্রুপদি সংগীতও শেখেন। ব্যাংকার হিসেবেও কাজ করেছেন কিছুদিন।
কৃতি শ্যানন
কৃতি শ্যানন আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। রণদীপ হুদাও এই স্কুলেরই ছাত্র। এরপর নয়ডার জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে টেলিযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই বলিউড অভিনেত্রী।
আয়ুষ্মান খুরানা
বলিউডের তরুণ অভিনেতা আয়ুষ্মান খুরানা চণ্ডীগড়ের ডিএভি কলেজ থেকে ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক হন।
এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেন।
জন আব্রাহাম
জন আব্রাহাম মুম্বাইয়ের বোম্বে স্কটিশের ছাত্র। এরপর তিনি মুম্বাইয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এখানেই শেষ নয়। এরপর এই বলিউড তারকা এমবিএ করেন।
বলিউডে আসার আগে একটি বিজ্ঞাপনী সংস্থায় মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করেন।
প্রীতি জিনতা
ইংরেজিতে স্নাতক হওয়ার পরে আবার মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন প্রীতি জিনতা। অপরাধ মনোবিজ্ঞানের ওপর স্নাতকোত্তর করেন এই বলিউড অভিনেত্রী।
বিদ্যা বালান
অভিনয়ে যেমন তুখোড়, পড়ালেখায়ও অসাধারণ। ভালো ছাত্রী হিসেবে স্কুলে সুনাম ছিল। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক করেন বিদ্যা বালান। এরপর মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তাপসী পান্নু
স্কুলজীবনে পড়ালেখায় বেশ ভালো তাপসী পান্নু। দিল্লির অশোক বিহারের মাতা জয় কাউর পাবলিক স্কুলের ছাত্রী ছিলেন। এরপর গুরু ত্যাগবাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হন।