আজ ছাড়া পেলেন না আরিয়ান খান, কারণ...

আরিয়ান খান

গতকাল বৃহস্পতিবার মাদক মামলায় জামিন পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কথা ছিল, আজকে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে জেল থেকে ছাড়া পাবেন। তবে আর্থার রোডের জেল কর্তৃপক্ষ বলছে, আজকে ছাড়া পাবেন না আরিয়ান। কাল সকালে জেল থেকে বের হবেন তিনি। শনিবার সকাল ছয়টায় ফের খুলবে আর্থার রোড জেলের জমানত বক্স। এরপর শনিবার সকাল ১০টায় আরিয়ানের জেল থেকে ছাড়া পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি বম্বে হাইকোর্ট। আজ শুক্রবার দুপুরে পর জানানো হয় আরিয়ানের জামিনের শর্ত। জামিন শর্ত পূরণ করতে সব রকম ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল মুচলেকার শর্ত নগদ এক লাখ টাকা।

জামিনদার হিসেবে উপস্থিত হয়েছিলেন আরিয়ানের বাবা শাহরুখের সহ–অভিনেত্রী জুহি চাওলাও

জামিনদার হিসেবে উপস্থিত হয়েছিলেন আরিয়ানের বাবা শাহরুখের সহ–অভিনেত্রী জুহি চাওলাও। কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু এরপরও শেষ পর্যন্ত সময়মতো সব আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারলেন না আইনজীবী সতীশ মানেশিন্ডে।

ভারতের কারাগারের নিয়ম অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটার পর কোনো অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তারা। কারণ, সূর্যাস্তের পর বন্দীদের মুক্তি দেওয়ার নিয়ম নেই। তাই আর্থার রোড জেলের জামানত বক্স নিয়মমাফিক বন্ধ করে দেওয়া হয় বিকেল সাড়ে পাঁচটায়। এ সময় জেল সুপার নীতীন ভেয়চাল প্রথম আলোকে নিশ্চিত করেন, আজ ছাড়া পাবেন না আরিয়ান। এখন আর সময় নেই। মুক্তির জন্য শনিবার সকালের অপেক্ষা করতে হবে তাঁকে।

শনিবার বাড়ি ফিরতে পারেন আরিয়ান।
এএনআই

আজ মুক্তি না পেলেও এটা নিশ্চিত করে বলা যায়, শনিবার মুক্তি পাবেন আরিয়ান। সেভাবে প্রস্তুতি নিচ্ছে শাহরুখের পরিবার। শুক্রবার বিকেলে মান্নাতের সামনে গিয়ে দেখা গেল সাজ সাজ রব। আরিয়ানকে স্বাগত জানাতে সেজে উঠেছে মান্নাত। দলে দলে এসে ভিড় করছেন শাহরুখের ভক্তরা। ছেলের জন্য প্রহর গুনছেন শাহরুখ-গৌরী।

আরিয়ান (বাঁয়ে) ও শাহরুখ

২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। ৩ তারিখ তাঁকে গ্রেপ্তার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে বন্দী আরিয়ান। গত ২৫ দিনে বেশ কয়েকবার জামিনের আবেদন করেছেন শাহরুখপুত্র। কিন্তু গতকালের আগপর্যন্ত প্রতিবারই খারিজ হয়েছে আবেদন।