নওয়াজুদ্দিন সিদ্দিকী
ইনস্টাগ্রাম

ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের ২০২১ সালের পুরস্কারের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স (এমি) আজ মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। সুধির মিশ্র পরিচালিত ‘সিরিয়াস মেন’ সিরিজের জন্য নওয়াজুদ্দিন এই মনোনয়ন পেয়েছেন।

আজ ১১ ক্যাটাগরিতে পৃথিবীর ২৪ দেশের ৪৪ জন এ বছর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ভারত থেকে আরও মনোনয়ন পেয়েছেন কমেডিয়ান বীর দাশ তাঁর নেটফ্লিক্স সিরিজ ‘বীর দাশ: ফর ইন্ডিয়া’ সিরিজের জন্য। এক বিবৃতিতে বীর দাশ বলেন, ‘মনোনয়ন পেয়ে খুব সম্মানিত বোধ করছি। কিন্তু আমি খুশি এই জন্য যে আমার সংস্কৃতি এবং আমার দেশের মানুষ এবং তাঁরা কত মজার, সেটা নিয়ে একটা ভালো সিরিজ বানাতে পেরেছি।’ সুস্মিতা সেন অভিনীত ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’ সেরা ওয়েব সিরিজ হিসেবে মনোনয়ন পেয়েছে।

‘আরিয়া’ মুক্তি পায় ২০২০ সালে। এটি বানিয়েছেন রাম মাধবানি। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা। স্বামী খুন হওয়ার পর পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করতে দেখা যায় তাঁকে। শিগগিরই সিরিজের পরের মৌসুম আসছে।

সুস্মিতা সেন
ছবি: ইনস্টাগ্রাম

নওয়াজুদ্দিন সিদ্দিকীর এমি সংযোগ অবশ্য নতুন নয়। এর আগে তাঁর দুটি সিরিজ ‘ম্যাক মাফিয়া’ এবং ‘সেকরেড গেমস’ এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পায়। যার মধ্যে ‘ম্যাক মাফিয়া’ সেরার পুরস্কার জেতে।