আলিয়ার প্রেমে ম্রুণাল

ম্রুণাল ঠাকুর

শুক্রবার মুক্তি পেয়েছে শহীদ কাপুর আর ম্রুণাল ঠাকুর অভিনীত জার্সি ছবিটি। এই ছবি শুধু দর্শকের নয়, চিত্র সমালোচকদেরও মন জয় করেছে। ভারতের বিনোদন অঙ্গনে শুধুই শহীদ আর ম্রুণালের প্রশংসা। তবে এবার ম্রুণালের মুখে শোনা গেল আলিয়ার প্রশংসা।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবি দেখে আলিয়া ভাটের প্রেমে পড়ে গেছেন ম্রুণাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল আলিয়ার সম্পর্কে বলেছেন, ‘আমি গাঙ্গুবাই ছবিটা থিয়েটারে চার থেকে পাঁচবার দেখেছি। আর যতবার দেখেছি, আমি ততবারই মুগ্ধ হয়েছি। এই ছবিটা দেখার পর আমি অনুভব করেছি যে একটা চরিত্র বা ছবি একজন অভিনেতা অমর করে দিতে পারেন। এই যেমন ধরুন মধুবালা মুঘল ই আজম, বিদ্যা বালন দ্য ডার্টি পিকচার করেছিলেন। আর তেমনই আলিয়ার ক্যারিয়ারে ‘গাঙ্গুবাই’ ছবিটি। আলিয়া এই চরিত্রটা সত্যি অমর করে দিয়েছে।’

ম্রুণাল গাঙ্গুবাই ছবির সঙ্গে তাঁর অভিষেক ছবির মিল খুঁজে পান। এই বলিউড নায়িকার ক্যারিয়ার শুরু হয়েছিল লাভ সোনিয়া ছবি দিয়ে। তবরেজ নুরানি পরিচালিত এই ছবিটি নারী পাচারকে কেন্দ্র করে।

‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে আলিয়া ভাট

ম্রুণাল বলেছেন, ‘আলিয়ার গাঙ্গুবাই দেখে আমার মনে হয়েছিল, আমি যদি এই ছবিতে কাজ করতাম। ছবির প্রতিটি দৃশ্য যেভাবে দৃশ্যায়িত করা হয়েছে, সঞ্জয় লীলা বানসালির ছবিতে কে না কাজ করতে চাইবে। এই ছবির বিষয়বস্তু অত্যন্ত সাহসী আর ঝুঁকিপূর্ণ ছিল।’

ম্রুণাল ঠাকুর

নিজের অভিষেক ছবির প্রসঙ্গ টেনে এনে এই বলিউড তারকা বলেন, ‘আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম পাচার আর যৌনপল্লির ওপর নির্মিত ছবির মাধ্যমে। তাই গাঙ্গুবাই ছবিটি দেখার পর আমি নিজেকে কোথাও এই ছবিতে খুঁজে পাচ্ছিলাম। এই ছবিটি আমার নিজের খুব কাছের মনে হচ্ছিল। কারণ, এমনই এক ছবি দিয়ে আমার ফিল্মি ভ্রমণ শুরু হয়েছিল।’

ম্রুণাল ঠাকুর

ছোট পর্দার মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন ম্রুণাল। এখন তিনি বলিউডের প্রতিষ্ঠিত নায়িকাদের মধ্যে একজন। কিন্তু খুব কম তারকাই ছোট পর্দা থেকে এসে বড় পর্দায় নিজের জায়গায় করে নিয়েছেন। এ প্রসঙ্গে ম্রুণাল বলেছেন, ‘আমার জন্য এই ভ্রমণ অনেক কঠিন ছিল। কিন্তু আমি কখনই হাল ছাড়িনি। আর শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত, বিদ্যা ম্যাম আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন। এঁদের সামনে রেখে আমি এগিয়ে গেছি।’