উর্বশীর সাজপোশাকের খরচ ১৫ কোটি

কত রূপেই না সাজেন তারকারা। এই সাজের পেছনে খরচও কম পড়ে না। উর্বশীর রাউতেলার এমন কিছু খরুচে সাজ নিয়ে থাকল এবারের আয়োজন।

১ / ৫
‘ভেরসাচি বেবি’ মিউজিক ভিডিওর জন্য উর্বশী রাউতেলার সাজপোশাকের পেছনে খরচ হয়েছিল প্রায় ১৫ কোটি রুপি। ছয় মিনিটের এ ভিডিওতে উর্বশী যে পোশাক পরেছিলেন, তার পরিকল্পনা করতেই লেগেছিল এক বছরের বেশি।
ইনস্টাগ্রাম
২ / ৫
কার্তিয়ে ও বুলগারি যথাক্রমে ফ্রান্স ও ইতালির নামকরা দুই ব্র্যান্ড। এই সাজে তিনি পরেছেন এই দুই ব্র্যান্ডের অলংকার। এই দুই ব্রান্ডের পণ্যের দামই আকাশচুম্বী। সোনা আর হীরার কাজ করা ৭০ লাখ রুপির একটি ব্রেসলেট পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছিলেন উর্বশী। মুহূর্তেই ভাইরাল সেই ছবি।
ইনস্টাগ্রাম
৩ / ৫
মনোজ কুমারের নাতনি মুসকান গোস্বামীর মেহেদি অনুষ্ঠানে গুজরাটি পাটোলা শাড়ির সঙ্গে ছিল এই সাজ। সব মিলিয়ে সেদিন তাঁর গায়ে উঠেছিল ৫৮ লাখ রুপির পোশাক। শুধু ব্লাউজটারই দাম ছিল সোয়া চার লাখ রুপি।
ইনস্টাগ্রাম
৪ / ৫
মুসকানের বিয়েতে উর্বশী পরেছিলেন আশা গৌতমের ডিজাইনে রাজস্থানি বন্ধনী লেহেঙ্গা। দাম পড়েছিল ৪০ লাখ রুপি। অলংকারসহ পুরো সাজে খরচ হয় ৬২ লাখ রুপি।
ইনস্টাগ্রাম
৫ / ৫
নেক ফিশটেইল গাউন পরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে হাঁটেন উর্বশী রাউতেলা। সঙ্গে পরেছিলেন ব্রেসলেট ও আংটি। পুরো সাজে খরচ পড়ে ৩৫ লাখ রুপি।
ইনস্টাগ্রাম