এত দিন তাপসী ভয়ে পারেননি, এবার তা পারলেন

তাপসী পান্নু
ইনস্টাগ্রাম

কয়েক মাস আগে ব্লার ছবিটি ঘোষণা করেছিলেন তাপসী পান্নু। এই ছবির সঙ্গে তাঁর অনেক আবেগ জড়িয়ে আছে। কারণ, ব্লার–এ তিনি শুধু অভিনেত্রীই নন, প্রযোজকও। তাঁর প্রযোজনা সংস্থা ‘আউটসাইডার্স ফিল্মস’–এর এটি প্রথম ছবি। নিজের প্রথম প্রযোজিত ছবির প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘সব সময় নিজের ছবির দায়িত্ব কাঁধে তুলে নিতে ভালোবাসি। তবে শুধু একজন অভিনেত্রী হিসেবে আমি তা পারি না। মনে ভয় থাকে, অযথা নাক গলাচ্ছি না তো। মনে হয় নিজের সীমা লঙ্ঘন করছি। কিন্তু ব্লার–এর ক্ষেত্রে আমার কোনো ভয় ছিল না। একজন প্রযোজক হিসেবে সব ধরনের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার আমার ছিল। আর এই দায়িত্ব পালন করতে পেরে আমি খুশি।’

তাপসী এ প্রসঙ্গে আরও বলেছেন, ব্লার ছবির শুটিং আর দুই দিন বাকি। মুম্বাইতে শুটিং হচ্ছে। এরপর আবার শাবাশ মিঠু ছবির শুটিংয়ে ফিরব। ব্লার ছবিতে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি। এই ছবির সঙ্গে আমার একরাশ আবেগ জড়িয়ে আছে। ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পর দারুণভাবে উদ্‌যাপন করব। আগামী দিনে আমি আমার পছন্দমতো ব্যতিক্রমী সব ছবি দর্শকের সামনে নিয়ে আসব।’

তাপসী পান্নু
ইনস্টাগ্রাম

তাপসী জানিয়েছেন, তিনি সব সময় চেষ্টা করেন ভিন্ন ঘরানার ছবিতে আর ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরতে। এই বলিউড নায়িকা আরও বলেছেন, একেক সময় কাজের প্রক্রিয়ার জন্য তিনি বিরক্ত বোধ করেন। কিন্তু নিজের কাজকে ঘিরে তাপসী কখনোই এতটুকু বিরক্ত হন না।

তাপসী পান্নু
ছবি: ইনস্টাগ্রাম

স্প্যানিশ ছবি জুলিয়াজ আইজ–এর হিন্দি রিমেক তাপসীর ব্লার। এই ছবিতে তাকে যমজ দুই বোনের ভূমিকায় দেখা যাবে। ব্লার ছবিতে এক মহিলা তার যমজ বোনের রহস্যময় মৃত্যুর তদন্তে জড়িয়ে পড়বে। অজয় বহেল পরিচালিত এই ছবিতে তাপসীর স্বামীর চরিত্রে আছেন অভিনেতা গুলশান দেবৈয়া। তাপসীকে শেষ পর্দায় দেখা গেছে হাসীন দিলরুবা ছবিতে। তাকে আগামী দিনে শাবাশ মিঠু, রশ্মি রকেট, লুপ লপেটা, দোবারা ছবিতে দেখা যাবে।