default-image

কিন্তু তিনি আজ নেই। আর করোনাও এখনো পুরোপুরি বিদায় নেয়নি। এদিকে খবর যে রণবীরও চাননি তাঁদের বিয়ে ঘিরে বেশি জাঁকজমক হোক। তিনিও চেয়েছিলেন তাঁদের বিয়েটা সাধারণ রাখতে। আর রণবীর সবকিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নেই।

default-image

আজ সকাল দশটা নাগাদ আলিয়া আর রণবীরের গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এরপর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এই জুটির বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তাঁদের বিয়ের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘৯/১১’ এজেন্সিকে। তাই বাস্তুর বাইরে ছিল মুম্বাইয়ের এই নামকরা নিরাপত্তা সংস্থার ৪০ জন নিরাপত্তারক্ষী।

default-image

বিশেষ নিরাপত্তারক্ষী ছাড়া বাস্তুর বাইরে মুম্বাই পুলিশ মোতায়েন করা হয়েছিল। কাপুর আর ভাট পরিবার থেকে মহেশ ভাট, সোনি রাজদান, শাহীন ভাট, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রণধীর কাপুর, শ্বেতা নন্দা, নিখিল নদা, নব্যা নভেলি নন্দা, ঋধিমা কাপুরসহ আরও অনেকে তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্লোকা আম্বানি, করণ জোহর, আকাঙ্ক্ষা রঞ্জন, আয়ান মুখার্জি, লাভ রঞ্জনকে এদিন বিয়েতে শামিল হতে দেখা গিয়েছিল।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন