কে এই বালক? আজ তাঁর জন্মদিন

ছবির এই বালকের আজ জন্মদিন। ৩৯ বছর আগে আজকের দিনে জন্মেছিলেন তিনি। তিনি একজন জনপ্রিয় বলিউড তারকা। গত বছর এই তারকার বাবা মারা গেছেন। কয়েক বছর ধরে তাঁর সঙ্গে বলিউডের আরেক তারকার বিয়ের প্রস্তুতি চলছে। আজ জন্মদিনে দেখি তাঁর দুর্লভ এবং পরিচিত কিছু ছবি।

১ / ১৮
তাঁর জন্ম ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর।
২ / ১৮
মা-বাবা, চাচা, দাদা—সবাই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত।
৩ / ১৮
২০০৭ সালে একটি বলিউড ছবিতে তাঁর প্রথম আবির্ভাব। এই ছবির জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেন।
৪ / ১৮
শোনা যাচ্ছে, শিগগিরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই তারকা। ভারতের জয়পুরে নাকি বসবে বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বিয়ের আসর।
৫ / ১৮
তিনি যখন কিশোর, তখন অবন্তিকা মালিকের প্রেমে পাগল ছিলেন।
৬ / ১৮
তিনি রণবীর কাপুর। পুরো নাম রণবীর রাজ কাপুর। ‘রাজ’ নামটা তাঁর দাদার থেকে নেওয়া।
৭ / ১৮
বাবা-মায়ের সঙ্গে প্রথম কাজ ‘বেশরম’ (২০১৩) ছবিতে। কিন্তু এর আগে বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লৌট চলে’ ছবির সেটে সহকারী পরিচালকের কাজ করেছেন
৮ / ১৮
মায়ের হাতের তিনটি খাবার খুবই ভালোবাসেন রণবীর। ঢ্যাঁড়স, জংলি মাটন আর পায়া।
৯ / ১৮
রণবীরের প্রিয় তারকা আল পাচিনো আর অমিতাভ বচ্চন।
১০ / ১৮
রণবীরের প্রিয় ছবি ‘রাহু চক্কর’। এই ছবিতেই তাঁর বাবা ঋষি কাপুর আর মা নীতু কাপুর জুটি বেঁধে অভিনয় করেছিলেন।
১১ / ১৮
একটু অবসর মিললেই ফুটবল খেলা দেখতে বসে যান রণবীর। তিনি বার্সেলোনার সমর্থক। আর লিওনেল মেসির অন্ধ ভক্ত। ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটি এফসি নামের ফুটবল দলের মালিকও তিনি।
১২ / ১৮
দীর্ঘ সময় জ্যাজ ও ব্যালে নাচ শিখেছেন রণবীর। ঘোড়ায় চড়ার ওপর রয়েছে বিশেষ প্রশিক্ষণ।
১৩ / ১৮
রণবীর লি স্ট্রাসবার্গ ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। এখান থেকেই অভিনয় শিখেছেন তাঁর আইডল আল পাচিনো।
১৪ / ১৮
রণবীরের প্রিয় বেড়ানোর জায়গা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং ইতালির ভেনিস ও পুলিয়া।
১৫ / ১৮
কাপুর বংশে রণবীরই প্রথম পুরুষ, যিনি দশম শ্রেণির চৌকাঠ মাড়িয়ে কলেজে পা রেখেছেন।
১৬ / ১৮
প্রথম দিকে অভিনয় শেখার জন্য রণবীর কাপুর গুরু দত্ত ও মেহবুব খানের সিনেমা দেখতেন।
১৭ / ১৮
রণবীর আত্মজীবনী পড়তে খুবই ভালোবাসেন। কার্ট কোবেইনের জীবনী ‘হেভিয়ার দ্যান হেভেন’ তাঁর প্রিয় বই।
১৮ / ১৮
রণবীর নাসাল ডেভিয়েটেড সেপটামে আক্রান্ত। ফলে তিনি দ্রুত খান আর দ্রুতগতিতে হাঁটেন।