কে এই বালিকা

এই বলিউড তারকাকে চিনতে পেরেছেন? অনেকেই তাঁকে ভারতের জ্যাক অব হার্টস বলে ডাকেন। তিনি ১৯৮৫ সালের ১১ আগস্ট এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন, যে পরিবারে বইছে শ্রীলঙ্কান, কানাডীয় ও মালয়েশীয় রক্ত। গতকাল ছিল এই তারকার জন্মদিন।

১ / ১৪
শিকড় শ্রীলঙ্কায় হলেও তাঁর জন্ম বাহরাইনে। ১৯৮০ সালের দিকে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যরা পাড়ি জমান বাহরাইনে। শৈশবও সেখানেই কেটেছে।
২ / ১৪
বাবা শ্রীলঙ্কার নাগরিক, মা মালয়েশীয়।
৩ / ১৪
লেখাপড়া করেছেন সিডনিতে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে।
৪ / ১৪
নানা দেশে শৈশব, কৈশোর ও শিক্ষাজীবন কাটিয়ে সংস্কৃতির নানা রঙে রাঙিয়ে তুলেছেন নিজেকে।
৫ / ১৪
তিনি জ্যাকলিন ফার্নান্দেজ।
৬ / ১৪
ক্যারিয়ারের শুরুতে শ্রীলঙ্কায় বেশ কিছুদিন টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ে পা রাখেন।
৭ / ১৪
২০০৯ সালে একটি মডেলিংয়ের কাজে ভারতে যান জ্যাকুলিন। সেখানে তিনি অভিনয়ের ওপর কিছু প্রশিক্ষণ নেন। এরপর অডিশনের মাধ্যমে ‘আলাদিন’–এ  সুযোগ পান। সেখান থেকেই তাঁর বলিউডে পথচলা শুরু।
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
ইতিমধ্যে বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন জ্যাকুলিন। তবে নাচের জন্যই বেশি নাম করেছেন।
৯ / ১৪
‘ভোগ বিউটি অ্যাওয়ার্ডস’-এ সবচেয়ে বেশি ফিট অভিনেত্রী হিসেবে ‘ফিটস্পিরেশন’ পুরস্কার পেয়েছেন জ্যাকুলিন।
১০ / ১৪
‘বার্লিজ স্কুল অব ল্যাঙ্গুয়েজ’ থেকে স্প্যানিশ, ফরাসি ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন। মোট ছয়টি ভাষায় দক্ষতা রয়েছে জ্যাকুলিনের।
১১ / ১৪
এ পর্যন্ত ‘কিক’, ‘মার্ডার ২ ’, ‘হাউসফুল ২ ’, ‘রেস ২ ’, ‘হাউসফুল ৩ ’, ‘রেস ৩’–এর মতো জনপ্রিয় কিছু ছবি উপহার দিয়েছেন।
১২ / ১৪
২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কেনেন জ্যাকুলিন। তার দ্বীপের পাশেই রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারার দ্বীপ।
১৩ / ১৪
৫ কোটি ২৯ লাখ ভক্ত অনুসারী তাঁকে ফলো করে।
ইনস্টাগ্রাম
১৪ / ১৪
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ‘আইফা অ্যাওয়ার্ড’, ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড’সহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।