টাইগার শ্রফের ‘গণপত’ ছবির এক নায়িকা হিসেবে কৃতি শ্যাননকে দেখা যাবে। তা নির্মাতারা নিজেরাই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেছেন। কিন্তু এই ছবিতে আর একজন নায়িকা আছে। আর তিনি কে, এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। বেশ কিছু দিন ধরে ‘গণপত’ ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহীর নাম শোনা যাচ্ছিল। তবে নোরা বাদ তা আগেই জানা গেছে। এবার নোরার বদলে নাকি নতুন নায়িকার খোঁজ পেয়েছেন নির্মাতারা।
দীর্ঘ সময় ধরে ‘গণপত’ ছবির নির্মাতারা দ্বিতীয় নায়িকার সন্ধানে ছিলেন। কিছুতেই মনের মতো নায়িকা পাচ্ছিলেন না তাঁরা। এবার তাঁদের খোঁজার পালা শেষ। টাটকা খবর অনুযায়ী, নির্মাতারা টাইগারের আরেক নায়িকা হিসেবে এলি আব্রামকে নাকি চূড়ান্ত করেছেন। এমনকি এলির সইসাবুদ পর্ব সারা হয়ে গেছে বলে খবর। অক্টোবর থেকে এই বলিউড অভিনেত্রীর শুটিং শুরু করার কথা। ‘গণপত’–এ টাইগার আর কৃতিকে বিশেষ রূপে দেখা যাবে। আর এই দুই তারকার মতো এলির রূপও বিশেষ হবে। আর তার লুক শিগগিরই প্রকাশ্যে আনতে পারেন নির্মাতারা।
বিকাশ বহেল পরিচালিত ‘গণপত’ ছবিটি ভবিষ্যতের কাহিনি নিয়ে। তাই ২০৯০ সালের পটভূমিকায় এই ছবির সেট নির্মাণ করা হয়েছে। নির্মাতারা চান না দর্শক কোনো অভিযোগ করেন, তাই তাঁরা বিশেষ এক সেট নির্মাণ করেছেন। ‘গণপত’ ছবিতে শুধু টাইগারকে নয়, কৃতিকেও রোমহর্ষ অ্যাকশন করতে দেখতে পাবেন দর্শক। আর এ কারণে কৃতি বাইক চালানো থেকে শুরু করে অনেক কিছুরই প্রশিক্ষণ নিচ্ছেন।