চলে গেলেন ‘মিশন কাশ্মীর’ প্রযোজক প্রদীপ

মারা গেছেন ‘মিশন কাশ্মীর’, ‘ফিজা’ ছবিগুলোর প্রযোজক প্রদীপ গুহ

মারা গেছেন ‘মিশন কাশ্মীর’, ‘ফিজা’ ছবিগুলোর প্রযোজক প্রদীপ গুহ। গতকাল শনিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর স্ত্রী পাপিয়া গুহ ও ছেলে সংকেত গুহ প্রদীপের প্রয়াণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ক্যানসারে ভুগছিলেন প্রদীপ।

প্রদীপের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আমাদের প্রিয় প্রদীপ গুহর মৃত্যুর মর্মান্তিক খবরটি আপনাদের জানাতে হচ্ছে। আপনাদের সবার কাছে আমাদের প্রত্যাশা, আপনারা আমাদের একটু একা একা থাকার সুযোগ করে দেবেন। শিগগিরই আমরা একটি শোকসভার আয়োজন করব। আপনাদের কাছে অনুরোধ, করোনাকালে আমাদের বাড়িতে না আসাই সবার জন্য ভালো হবে। প্রদীপের জন্য প্রার্থনা করবেন।’

প্রদীপের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। টুইটে তিনি লিখেছেন, ‘আমার পরম বন্ধু প্রদীপের মৃত্যু মেনে নিতে পারছি না। খুব খারাপ লাগছে। তুমি শান্তিতে থেকো প্রদীপ।’

কণ্ঠশিল্পী আদনান সামি টুইটে লিখেছেন, ‘মিডিয়া লিজেন্ড প্রদীপ গুহ চলে গেলেন। দারুণ মানুষ ছিলেন। মার্কেটিং ফিল্ড এক জিনিয়াসকে হারাল। আমার সঙ্গে তাঁর বহু স্মৃতি। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’ পরিচালক সুভাষ ঘাই লিখেছেন, ‘গুড বাই বন্ধু। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।’

সাংবাদিকতা করতেন প্রদীপ গুহ। পরে একটি বিনোদনমূলক টেলিভিশন নেটওয়ার্কের প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেছেন। ২০০০ সালে মুক্তি পায় প্রদীপ প্রযোজিত ছবি ‘ফিজা’। ছবিতে ভাইবোনের চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন ও কারিশমা কাপুর। ২০০৮ সালে তিনি প্রযোজনা করেন আরও একটি ছবি ‘ফির কাভি’।