চারদিকে শুধু বাণীর প্রশংসা

‘চণ্ডীগড় করে আশিকি’ ছবিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর
সংগৃহীত

‘চণ্ডীগড় করে আশিকি’ ছবিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর। চরিত্রটিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ অভিনেত্রী। বলিউডজুড়ে চলছে এখন বাণীকে নিয়ে আলোচনা। প্রশংসায় ভাসছেন তিনি।
তথাকথিত নায়িকা চরিত্রে নয়, ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে এই প্রশংসা জুটিয়েছেন বাণী কাপুর। তিনি তাঁর অভিনয় নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি অভিনয়শিল্পীর জলের মতো হওয়া উচিত। জল যেমন যেকোনো পাত্রের আকার ধারণ করতে পারে, তেমনি অভিনয়শিল্পীকেও যেকোনো চরিত্রে নিজেকে রূপ দান করতে হবে। এই ছবিতে আমার চরিত্রটি সততা, একাগ্রতা ও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছি। দর্শক, সমালোচক এবং এই কমিউনিটির (ট্রান্সজেন্ডার) সবার কাছ থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘বক্স অফিসের সাফল্যের চেয়ে এ ধরনের দুর্দান্ত চিত্রনাট্য ও ছবির অংশ হতে পারাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ছবির জন্য যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি আপ্লুত। সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। ক্যারিয়ার নিয়ে আমি কখনোই তাড়াহুড়ো করিনি। কারণ, আমি সেই ধরনের ছবি বাছাই করতে চেয়েছি, যেখানে আমার সেরাটা উজাড় করে দিতে পারি।’

ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে বাণীর
সংগৃহীত

এই চরিত্রে অভিনয় করে নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে বাণীর। তাঁর মতে, ‘চণ্ডীগড় করে আশিকি’ ছবি এই প্রজন্মের জন্য একদম জুতসই। লিঙ্গসমতার মতো বিষয়কে পর্দায় তুলে ধরতে পেরেছেন বলে তিনি গর্বিতও।

তথাকথিত নায়িকা চরিত্রে নয়, ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে এই প্রশংসা জুটিয়েছেন বাণী কাপুর
সংগৃহীত

বাণী বলেন, ‘শিল্পী হিসেবে আমি খুঁতখুঁতে। আমি সব সময় সঠিক ছবি আর চরিত্রের অপেক্ষায় থাকি।

বাণী কাপুর
সংগৃহীত

আর ‘চণ্ডীগড় করে আশিকি’ এমনই একটি ছবি। শুরুতে আমি ভেবেছিলাম, খুব বেশি মানুষের সমর্থন পাব না। কিন্তু আমি খুবই অবাক যে দর্শক ছবিটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করছেন। পর্দায় মানবী হয়ে উঠতে আমি অনেক গবেষণা করেছি। এই ছবির মাধ্যমে যদি মানুষের চিন্তাধারায় পরিবর্তন আনতে পারি, তাতেই আমি সফল।’
অভিষেক কাপুর পরিচালিত ‘চণ্ডীগড় করে আশিকি’ ছবিতে বাণী কাপুরের বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা।

বাণী কাপুর
সংগৃহীত