‘জীবনকে অযথা জটিল বানাই’

রাকুল প্রীত সিংছবি: ইনস্টাগ্রাম

মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিং অভিনীত ‘অ্যাটাক’। ঈদে মুক্তি পাবে তাঁর রানওয়ে থার্টিফোর। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চন, অজয় দেবগনের মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন। সব মিলিয়ে নিজের এই ভ্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত রাকুল।
এমনিতে দক্ষিণি ছবির দুনিয়াতেও একটা পাকাপোক্ত জায়গা আছে রাকুলের। একঝাঁক নায়িকার মধ্যে রাকুল বলিউড ও দক্ষিণি ছবির দুনিয়ায় রীতিমতো প্রতিষ্ঠিত আজ। অন্য নায়িকাদের সঙ্গে নিজের এই প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলেছেন তিনি।
দক্ষিণ, তথা বলিউডের অসংখ্য নায়িকার সঙ্গে তীব্র প্রতিযোগিতা রাকুল দারুণভাবে সামলাচ্ছেন।

রাকুল প্রীত সিং
ছবি: ইনস্টাগ্রাম

এই প্রতিযোগিতার মধ্যে নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেছেন, ‘প্রতিযোগিতার মধ্যে থেকেও আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। আর এটা কখনোই রাতারাতি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আমার মধ্যে এটা গড়ে উঠেছে। এর কোনো ফর্মুলা নেই। তবে নির্ভর করছে আপনি কীভাবে এই প্রতিযোগিতাকে দেখছেন। যেকোনো প্রতিযোগিতা আমাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। আপনার বড় হওয়ার সঙ্গে এসব মূল্যবোধ আপনার মধ্যে গড়ে ওঠে।’

রাকুল প্রীত সিং
ছবি: ইনস্টাগ্রাম

রাকুল আরও বলেছেন, ‘আমার মনে হয়, জীবন খুবই সাদামাটা; বরং আমরা জীবনকে অযথা জটিল বানাই। আমার মনে হয়, আমাদের প্রত্যেকের নিজেদের বাস্তবের সঙ্গে জুড়ে থাকা উচিত। কাজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশমাত্র, কিন্তু কাজ আমাদের জীবন, কখনোই নয়। আমি অভিনয় করি জীবিকার স্বার্থে। কিন্তু আমার অভিনয়সত্তাকে আমি বহন করে চলি না। আমি যখন ঘুমাতে যাই, আমার সঙ্গে তখন তা থাকে না। আমি এমনই একটা মেয়ে, যার স্বপ্ন বা ইচ্ছেগুলো খুবই সাধারণ। আর এই ইচ্ছে আর স্বপ্নগুলো আমাকে তাড়িত করে আমি যখন সেটে থাকি। আর তারপর আমি নিজেকে আলাদা করতে পারি।’

রাকুল প্রীত সিং
ছবি: ইনস্টাগ্রাম

রাকুল হিন্দি ছাড়া একাধিক তামিল ও তেলেগু হিট ছবি উপহার দিয়েছেন। আর দক্ষিণে কাজ করার সুবাদে একাধিক ভাষা তাঁর ঠোঁটের ডগায়। এ প্রসঙ্গে রাকুল বলেছেন, ‘হিন্দি, ইংরেজি, তেলেগু ও পাঞ্জাবি, এই চার ভাষায় আমি ভালোভাবে কথা বলতে পারি। তামিল আমি বুঝতে পারি। তবে ভাঙা ভাঙা বলতে পারি। তবে তামিলনাড়ুতে আমি দিব্যি থেকে যেতে পারব।’

রাকুল প্রীত
ছবি: ইনস্টাগ্রাম