দিলীপ কুমারের ঠোঁটে কালজয়ী সেই সব গান

তাঁর মৃত্যুতে ভারতীয় হিন্দি সিনেমার একটি অধ্যায় শেষ হলো। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসাধারণ সব সিনেমা। সেসব সিনেমার জনপ্রিয় দশটি গান থাকল আজ।

মধুবালা ও দিলীপ কুমার
সংগৃহীত

ইয়ে হাওয়া ইয়ে রাত ইয়ে চাঁদনি

‘সাংদিল’ ছবির এই গানে ঠোঁট মিলিয়েছিলেন দিলীপ কুমার ও মধুবালা। সাজ্জাদ হুসাইনের রোমান্টিক কম্পোজিশনে গানটি গেয়েছিলেন তালাত মাহমুদ।

নয়া দৌড় ছবিতে দিলীপ কুমার
সংগৃহীত

ইয়ে দেশ হ্যায় বীর জওয়ানো কা
‘নয়া দৌড়’ ছবিতে গানটি গেয়েছিলেন বলবীর ও মোহাম্মদ রফি। বলিউডের দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম এই গান।

মোহাম্মদ রফির গানে ঠোঁট মিলিয়েছিলেন দিলীপ কুমার
সংগৃহীত

উড়ে যব যব জুলফে তেরি
পাঁচ দশকের পুরোনো এই গান। মোহাম্মদ রফি ও আশা ভোঁসলের গাওয়া ‘নয়া দৌড়’ ছবির এই গান এখনো চিরসবুজ। দিলীপ কুমারের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন বৈজয়ন্তীমালা।

কোহিনুর সিনেমাতে দিলীপ কুমার

মধুবন মেঁ রাধিকা নাচে রে
নওশাদের কম্পোজিশন, রফির গায়কী আর দিলীপ কুমারের অভিনয়—এই তিনে মিলে অসাধারণ সব গান সৃষ্টি হয়েছে বলিউডে। ‘কোহিনুর’ সিনেমার এই গান তেমনই একটি।

গঙ্গা যমুনা ছবিতে দিলীপ কুমার
সংগৃহীত

নয়ন লড় যাই হে
‘গঙ্গা যমুনা’ ছবিটি যেমন জনপ্রিয়, তেমনি এর গান ও কোরিওগ্রাফিও মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। বলে রাখা ভালো, এটাও নওশাদ, রফি ও দিলীপ ত্রয়ীর আরেক সৃষ্টি।

এই গানে এক অন্যরকম দিলীপ কুমারকে দেখা গেছে
সংগৃহীত

মুঝে দুনিয়াওয়ালো শরাবি না সমঝো
দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালার রুপালি পর্দার আরেক জাদু এই গান। রফির গাওয়া ‘লিডার’ ছবির এই গানে মদ্যপ চরিত্রে অভিনয় করেন দিলীপ।

গোপি ছবিতে দিলীপ কুমার
সংগৃহীত

শালা ম্যায় তো সব বন গ্যায়া
কিশোর কুমারের গাওয়া গানে দিলীপের অভিনয় ছিল অনবদ্য। ‘গোপি’ ছবির এই গানে তাঁর চেহারার অভিব্যক্তি ছিল দারুণ।

আজিজের কন্ঠে ঠোঁট মিলিয়েছিলেন দিলীপ
সংগৃহীত

ইমলি কা বুটা
‘সওদাগর’ ছবির এই গান কম্পোজ করেছিলেন লক্ষ্মীকান্ত–পেয়ারেলাল। গেয়েছিলেন মোহাম্মদ আজিজ। ঠোঁট মিলিয়েছিলেন দিলীপ কুমার ও রাজকুমার।

কর্মা ছবিতে দেশের গানে দিলীপ কুমার
সংগৃহীত

দিল দে দিয়া হ্যায়, জান ভি দেঙ্গে
সুভাষ ঘাইয়ের ছবি ‘কর্মা’তে একঝাঁক তারকা কাজ করেছিলেন। দিলীপ কুমার, নূতন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, নাসিরুদ্দিন শাহ, শ্রীদেবী, অনুপম খের, শক্তি কাপুর—কে নেই! এই গান বলিউডের জনপ্রিয় দেশের গানের একটি।

মুঘল–এ–আজম ছবিতে দিলীপ কুমার
সংগৃহীত

তেরি মেহফিল মে
মধুবালা ও আরেক শিল্পীর মধ্যে গানের প্রতিযোগিতা চলছে। দিলীপ কুমার ছিলেন বিচারক। যদিও এ গানে সরাসরি ঠোঁট মেলাননি দিলীপ, তবে ‘মুঘল–এ–আজম’ ছবির এই গান জনপ্রিয় হয়েছিল।

সূত্র: হিন্দুস্থান টাইমস