default-image

দিশা পাটানি আজকাল যা–ই করেন, তাতেই থাকেন খবরের শিরোনাম হয়ে। লকডাউন শিথিল হতেই প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে চুপিচুপি উড়াল দিলেন শ্রীলঙ্কায়। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবি আর ভিডিও পোস্ট করেছেন, তাঁর প্রায় সবই ভক্তরা পছন্দ করেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করেছেন ভক্তরা, হয়েছে ভাইরাল।
দিশা কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সে ছবিতে যে পোশাক পরেছেন আর মেকআপ নিয়েছেন সেটিই হয়েছে ‘ফ্যাশন অব দ্য উইক’। সম্প্রতি ‘ট্যাপ ইন’ গানে কয়েক সেকেন্ডের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। সেই নাচের ভিডিও এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এই গানের নিচে একজন মন্তব্য করেছেন, ‘দিশার “ট্যাপ ইন” গানের ভিডিওটা দেখলাম। মনে হচ্ছে আগামী কয়েকটা দিন ভালো কাটবে।’

বিজ্ঞাপন
default-image

তিন দফায় পিছিয়ে অবশেষে সালমান খান ও দিশা পাটানি অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। এ প্রসঙ্গে দিশা ভারতের একটি দৈনিককে বলেন, ‘সম্প্রতি বলিউডে যে কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। ‘রাধে’ ছবির মুক্তি এই মুহূর্তে বলিউডের জন্য দুর্দান্ত খবর। ভারতের সিনেমা হলের দুর্দিনে এত বড় বাজেটের একটি ছবি হল–সংশ্লিষ্ট সবার জন্যই স্বস্তিদায়ক। আমার বিশ্বাস, দর্শক দল বেঁধে হলে আসবেন এবং ছবিটি দেখবেন। উৎসবের আনন্দে ভিন্নমাত্রা দেবে এই ছবি।’

default-image

‘ভারত’ সিনেমার পরে আবারও সালমান খানের সঙ্গে পর্দায় জায়গা করে নিলেন দিশা। তাই খুবই উচ্ছ্বসিত এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘তিনি (সালমান খান) তারকা হিসেবে যতটা দুর্দান্ত, মানুষ হিসেবে আরও বেশি। বলিউডে জায়গা করে নিতে সংগ্রাম করছে, এমন যেকোনো তরুণ অভিনয়শিল্পীর মতোই তিনি কাজ করেন। প্রতিদিন সেটে নতুনদের মতো উৎসাহী, উচ্ছ্বসিত থাকেন। তাঁর রসবোধ আর সময়সচেতনতা দুর্দান্ত। তিনি যতক্ষণ সেটে থাকেন, সবাইকে মাতিয়ে রাখেন।’

বিজ্ঞাপন
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন