দেখে নিন তারকা মা–বাবা আর তাঁদের সন্তানদের

তারকা হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তারকা মা বা বাবার সন্তান হওয়া। কোনো ‘কারণ’ ছাড়াই কেবল মা–বাবার নামে তারকা হয়ে যায় তারাও। ক্যামেরা তাদের মা–বাবার সঙ্গে সঙ্গে তাদের পিছু পিছুও ঘোরে। তারকা মা–বাবার সন্তানেরা যা–ই করে, তা–ই হয়ে যায় সংবাদের শিরোনাম। দেখে নেওয়া যাক তারকা মা–বাবার সঙ্গে সেই সন্তানদের।
১ / ১৭
‘অমর আকবর অ্যান্থনি’ সিনেমার সেটে বাবা অমিতাভ বচ্চনকে দেখতে এসেছিলেন শ্বেতা বচ্চন আর অভিষেক বচ্চন। সেই সময় তুলে রাখা হয়েছিল এই ছবি। কিছুদিন আগে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন অমিতাভ বচ্চন
ইনস্টাগ্রাম
২ / ১৭
শহীদ কাপুরের কোলে তাঁর মেয়ে মিশা কাপুর। ২০১৬ সালে জন্ম নেয় মিশা। সে এখন চার বছরের বড় বোন
ইনস্টাগ্রাম
৩ / ১৭
এই যে বাবার কোলে মিশার ছোট ভাই জৈন কাপুর। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর জন্ম নেয় সে। এই দুই সন্তান নিয়ে ভালোই কাটছে শহীদ কাপুর আর মীরা দম্পতির সংসার
ইনস্টাগ্রাম
৪ / ১৭
মা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে মেয়ে আরাধ্য। ২০১১ সালে জন্ম নেয় সে। মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা আছে তার
ইনস্টাগ্রাম
৫ / ১৭
তৈমুর আলী খান সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি আলোচনায় আসা তারকা বাচ্চা। তাঁর জন্মের কিছুদিন পর তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে ভারতের কেরালায় ঠিক তার মতো দেখতে তৈমুর নামের পুতুল বিক্রি হয়। হু হু করে বাড়ে সেই পুতুলের বিক্রি। পরে তা সারা ভারতে ছড়িয়ে পড়ে। এক রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে সারা আলী খানের হাতে দেখা যায় সেই পুতুল। এই ছেলের জন্ম ২০১৬ সালের ২০ ডিসেম্বর। মজা করে তাকে ডাকা হয় ‘মিনি নবাব’। মিডিয়া আদর করে তার নাম দিয়েছে ‘টম টম’। অবশ্য সে এখন ‘বড় ভাই’। ২১ ফেব্রুয়ারি জন্ম নিয়েছে তার ছোট ভাই
ইনস্টাগ্রাম
৬ / ১৭
মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের কৃষ্ণাঙ্গ এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। পরে সরোগেসির মাধ্যমে জন্ম নেয় এই দম্পতির যমজ সন্তান আশের ও নোয়া। এই তিন সন্তানের সঙ্গে সানি লিওন
ইনস্টাগ্রাম
৭ / ১৭
আমির খান ও কিরণ রাওয়ের সন্তান আজাদ রাও খান
ইনস্টাগ্রাম
৮ / ১৭
হ্যারি–মেগান দম্পতির ছেলে আর্চি। শিগগিরই জন্ম নেবে এই দম্পতির আরেকটি সন্তান
ইনস্টাগ্রাম
৯ / ১৭
শাহরুখ খান আর গৌরির ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা এখন বড় হয়ে গেছেন। সরোগেসি পদ্ধতিতে জন্ম নিয়েছে এই দম্পতির ছোট ছেলে আব্রাম খান
ইনস্টাগ্রাম
১০ / ১৭
মা শ্রীদেবীর সঙ্গে জাহ্নবী। ছবির ছোট্ট জাহ্নবী এখন বড় বলিউড তারকা
ইনস্টাগ্রাম
১১ / ১৭
নীল নীতিন মুকেশের মেয়ে নুরভি নীল মুকেশ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে বেশ জনপ্রিয়। তার ছোট ছোট ভিডিও লাখ লাখবার দেখা হয় ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রাম
১২ / ১৭
সন্তানদের সঙ্গে কিম কার্ডাশিয়ান।
ইনস্টাগ্রাম
১৩ / ১৭
মেয়ে নিতারা কুমারের সঙ্গে অক্ষয় কুমার
ইনস্টাগ্রাম
১৪ / ১৭
ভালো বাবা হিসেবে সুনাম আছে হৃতিক রোশনের
ইনস্টাগ্রাম
১৫ / ১৭
মায়ের কোলে কাজলের ছেলে যুগ
ইনস্টাগ্রাম
১৬ / ১৭
এই ছবি পোস্ট করে কাজল লিখেছেন, ‘নাইসা, তুমি যত বড়ই হও না কেন, ঠিকই মায়ের কোলে এঁটে যাবে’
ইনস্টাগ্রাম
১৭ / ১৭
সরোগেসি পদ্ধতিতে জন্ম নিয়েছে করণ জোহরের এই দুই জমজ সন্তান—রুহি ও যশ
ইনস্টাগ্রাম