দেখ আমাদের লীলা...

এবার রুপালি পর্দায় আসছেন আলোকচিত্রী হিসেবেই
ইনস্টাগ্রাম

‘বেঙ্গালুরু ডেজ’ ছবিতে দেখা হয়েছিল দুজনার। তারপর প্রেম। প্রেম থেকে বিয়ে। মালয়ালম অভিনেতা ফাহাদ ফাজিল আর নাজরিয়া নাজিমের গল্পটা এমন। স্বামী ফাহাদের ছবি তুলে প্রায়ই ইনস্টাগ্রামে দেন নাজরিয়া। সেগুলো নিয়ে প্রতিবেদনও কম হয়নি। এবার রুপালি পর্দায় আসছেন আলোকচিত্রী হিসেবেই। তবে ফাহাদের নয়, তেলেগু তারকা ন্যানির।

নাজরিয়া নাজিম মালয়ালম ইন্ড্রাস্ট্রিতে বেশ পাকা করে ফেলেছেন নিজের জায়গা। সেই শিশুশিল্পী থেকে শুরু। ‘প্রামানি’, ‘ওম শান্তি ওশানা’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কোডি’ মালয়ালম ইন্ডাস্ট্রিতে নাজরিয়াকে চিনতে এগুলোই যথেষ্ট। তামিল ইন্ডাস্ট্রিতেও অভিষেক হয়েছে ‘নিরাম’ দিয়ে। বাকি ছিল তেলেগু ছবিতে অভিনয়। এবার সেই যাত্রা শুরু হলো।

ছবির নাম ‘আন্তে সুন্দরানিকি’। বিপরীতে তেলেগু ন্যাচারাল স্টার ন্যানি। ইতিমধ্যে নাজরিয়ার ফার্স্টলুক প্রকাশিত হলো। সেই ছবি টুইটারে পোস্ট করে ন্যানি নিজেই লিখেছেন, ‘দেখ আমাদের লীলা...লীলা থমাস। ‘আন্তে সুন্দারানিকি’র কেন্দ্রীয় চরিত্র।’
শুধু তা–ই নয়, একটি মোশন ভিডিও প্রকাশ করা হয়েছে ফার্স্টলুককে ঘিরে। সেখানে ভয়েস ওভারে নাজরিয়া নাজিম নিজেই দিয়েছেন নিজের পরিচয়। ন্যানিকে দেখা যাবে সাদাসিধে ব্রাহ্মণের চরিত্রে। যে তাঁর পরিবারের জন্য সমস্যায় পড়ে।

নাজরিয়া নাজিম মালয়ালম ইন্ড্রাস্ট্রিতে বেশ পাকা করে ফেলেছেন নিজের জায়গা
ইনস্টাগ্রাম

ছবিতে নাজরিয়াকে দেখা যাবে পথ আলোকচিত্রী হিসেবে, যিনি রাস্তায় ছবি তুলতে ভালোবাসেন। তিনি একজন খ্রিষ্টান মেয়ে। ন্যানির সঙ্গে দেখা হওয়ার পর দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু পরিবার ও সমাজ মানবে কি তাদের প্রেম?
ছবিটি মুক্তি পাবে ১০ জুন। ছবিতে আরও অভিনয় করেছেন হর্ষবর্ধন, সুহাশ, নাদিয়া, রাহুল রামাকৃষ্ণ, নরেশ, রোহিনি প্রমুখ।