নজর কেড়েছেন ঝলমলে দীপিকা

ভারতের কাছে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় ছিল ঐতিহাসিক। কপিল দেবের নেতৃত্বে সেই বিশ্বকাপ জয়ের ঘটনা এবার আসছে বড় পর্দায়। কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। এই ছবিতে অতিথি চরিত্রে আছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। গতকাল বুধবার মুম্বাইয়ে হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। সেখানে তারার হাট বসেছিল। দীপিকা পাড়ুকোন ছড়িয়েছিলেন সৌন্দর্যের ঝলক।

১ / ১৫
বুধবার মুম্বাইয়ে হয়ে গেল কবির খান পরিচালিত ‘৮৩’ ছবির উদ্বোধনী প্রদর্শনী
সংগৃহীত
২ / ১৫
উদ্বোধনী প্রদর্শনীতে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন
সংগৃহীত
৩ / ১৫
নীল রঙের অফশোল্ডার গাউন পরে এসেছিলেন দীপিকা
সংগৃহীত
৪ / ১৫
পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় পরেন ডায়মন্ডের নেকলেস
সংগৃহীত
৫ / ১৫
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে
ইনস্টাগ্রাম
৬ / ১৫
দীপিকাকে দেখা যাবে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে, কপিল দেব হয়েছেন রণবীর সিং
সংগৃহীত
৭ / ১৫
এই ছবিতে বিয়ের পরে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী হিসেবে জুটি বাঁধলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
সংগৃহীত
৮ / ১৫
উদ্বোধনী প্রদর্শনীতে এসেছিলেন তরুণ অভিনেত্রী আলিয়া ভাটও
সংগৃহীত
৯ / ১৫
বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে এসেছিলেন ছবিটি দেখতে
সংগৃহীত
১০ / ১৫
তিন তারকা—রণবীর সিং, কপিল দেব ও কবির খান
সংগৃহীত
১১ / ১৫
ইংল্যান্ডের লর্ডসের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে বিশ্বকাপ জয় করেছিল ভারত
সংগৃহীত
১২ / ১৫
পর্দার ও বাস্তবের কপিল দেব একসঙ্গে
সংগৃহীত
১৩ / ১৫
ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় দলের ভারতে ফেরার টিকিট কাটা ছিল। তবে শুধু একটা মানুষই শুরু থেকে বিশ্বকাপ জয়ের স্বপ্নে মশগুল ছিলেন, তিনি হলেন অধিনায়ক কপিল দেব
সংগৃহীত
১৪ / ১৫
এই জয়ের অন্যতম নায়ক কপিল দেব হলেও সব ক্রিকেটারকে প্রায় সমানভাবে দেখানো হয়েছে। কপিল দেবের বিশ্ব রেকর্ড, মহিন্দার অমরনাথের ব্যাটে-বলে কামাল থেকে রজার বিনির ম্যাজিক্যাল স্পেল, কিরমানির দুর্ধর্ষ কিপিং—সবকিছু ছবিতে ধরা পড়েছে
সংগৃহীত
১৫ / ১৫
শুরু থেকেই ভারতীয় ক্রিকেট দলের ওপর কারও আস্থা ছিল না। একদমই ‘আন্ডার ডগ’ হয়ে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল
সংগৃহীত