‘নিজেকে তখন গর্ভবতী মনে হতো’

নুসরাত ভারুচা
ছবি: সংগৃহীত

দর্শককে হাড় হিম করা রোমাঞ্চকর এক সফরে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নুসরাত ভারুচা। গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক হোটেলে মুক্তি পেল এই বলিউড অভিনেত্রীর ‘ছোরি’ ছবির ট্রেলার। ২৬ নভেম্বর এই ভৌতিক ছবিটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
ছোরিতে এক গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। আর পর্দায় গর্ভবতী হয়ে উঠতে তাঁকে কঠিন এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে। গতকাল রাতে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের নিজের এই সফর সম্পর্কে নুসরাত বলেছেন, ‘পর্দায় নিজেকে গর্ভবতী হিসেবে দেখানোটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। অভিনীত চরিত্রটির প্রতি পুরোপুরি সুবিচার করতে চেয়েছিলাম। তাই একজন গর্ভবতী মহিলার প্রতিটি অনুভূতি, যন্ত্রণা নিজে অন্তর থেকে অনুভব করতে চেয়েছি। মা ও মাতৃস্থানীয়দের কাছ থেকে অন্তঃসত্ত্বা অবস্থার খুঁটিনাটি সবকিছু জেনেছি। ছোরির জন্য আমাকে শারীরিক আর মানসিকভাবেও কঠিন চ্যালেঞ্জ নিতে হয়েছে। সত্যি বলতে, নিজেকে আমার তখন গর্ভবতী মনে হতো।’

নুসরাত ভারুচা
ছবি: সংগৃহীত

গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয়ের জন্য নুসরাতকে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছে। আর এ জন্য তাঁকে প্রেগন্যান্সি বডিসুট পরতে হয়েছে। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘একজন গর্ভবতী মহিলার চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে মানিয়ে নেওয়ার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করি। শুটিং শুরু হওয়ার ২৫ দিন আগে থেকেই আমি প্রেগন্যান্সি বডিসুট পরা শুরু করে দিয়েছিলাম। আসলে আমি অনুভব করতে চেয়েছিলাম যে অন্তঃসত্ত্বা মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার আগে কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান।

নুসরাত ভারুচা
ছবি: সংগৃহীত

বাড়িতে বডিসুট পরেই গোসল, খাওয়াদাওয়া, ওঠাবসা, ঘুম সবকিছু করতাম। আর এটা অত্যন্ত কঠিন কাজ ছিল। আসলে আমার চরিত্রটি এক শ শতাংশ সততার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এই প্রেগন্যান্সি বডিসুট আমার জন্য কোনো প্রপ ছিল না। এটা যেন আমার শরীরেরই একটা অংশ হয়ে উঠেছিল। এতে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছিলাম আমি যে মহড়া বা শুটিংয়ে বিরতির সময় বডিসুট পরেই আরাম করতে বেশি স্বচ্ছন্দ বোধ করতাম। আমার সঙ্গে দর্শকও যেন এই অভিজ্ঞতার সঙ্গী হয়ে ওঠেন, এটাও আমার বাসনা ছিল। তবে আসল জীবনে এখনই মা হওয়ার কোনো ইচ্ছা নেই।’
বিশাল ফুরিয়া পরিচালিত মারাঠি ছবি লাপাছাপির হিন্দি রিমেক ছোরি।