নয়া বাবলি

২০০৫ সালে ‘বাবলি’ হয়ে রুপালি পর্দায় ঝড় তুলেছিলেন রানী মুখার্জি। দুষ্টু-মিষ্টি এই চরিত্রটি রাতারাতি সবার মন জয় করেছিল। বলিউডে এবার নতুন আর এক বাবলির আবির্ভাব হতে চলেছে। বান্টি অউর বাবলি টু ছবিতে বাবলির চরিত্রে ধামাল করতে আসছেন নবাগত নায়িকা শর্বরী বাগ।

যশরাজ ফিল্মস বড় পর্দায় আনতে চলেছে সুপারহিট বান্টি অউর বাবলির দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিকুয়েলটির ট্রেলার। ১৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ‘বান্টি’ হয়েছিলেন অভিষেক বচ্চন। তবে রানীর বিপরীতে এবার ‘বান্টি’ হবেন সাইফ আলী খান। আর নতুন ‘বান্টি’ হয়ে আসছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

এই ছবিতে আমার চরিত্রটি আজকের সময়ের আধারে নির্মিত। তাই আমার মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, রানী ম্যাডাম আর দর্শকের আমার এই প্রয়াস পছন্দ হবে
শর্বরী বাগ
শর্বরী বাগ

বাবলি হিসেবে শর্বরীকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতারা, শর্বরীর মধ্যে বাবলির সব গুণ ভরপুর। তারা জানায় যে শর্বরী অত্যন্ত বুদ্ধিমতী, সব বিষয়ে প্রবল আগ্রহী, যেকোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আর অত্যন্ত প্রতিভাময়ী। বান্টি অউর বাবলির মতো জনপ্রিয় ছবির সিকুয়েলে কাজের সুযোগ পেয়ে শর্বরীও দারুণ উৎফুল্ল, ‘যশরাজ ফিল্মস এই ছবির নতুন বাবলির ছায়া আমার মধ্যে দেখতে পেয়েছে, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। প্রথম ছবিতে রানী ম্যাডামের দুর্দান্ত কাজ বাবলিকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক স্মরণীয় চরিত্র করে তুলেছে। আমি ওনার অনেক বড় ভক্ত। আশা করি এই চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

শর্বরী বাগ
২০০৫ সালে বান্টি অউর বাবলি ছবিতে একের পর এক প্রতারণা করে পুলিশ থেকে সাধারণ মানুষ—সবার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই জুটি। এ প্রজন্মের ‘বান্টি’ আর ‘বাবলি’কে একদম নতুনরূপে পর্দায় আনতে চলেছেন পরিচালক বরুণ ভি শর্মা।

শর্বরী আরও বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রটি আজকের সময়ের আধারে নির্মিত। তাই আমার মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, রানী ম্যাডাম আর দর্শকের আমার এই প্রয়াস পছন্দ হবে। বড় পর্দায় আমার শুরু মাত্র। আর এর জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। ছবিটি মুক্তির পর সবার প্রতিক্রিয়া শোনার জন্য অধীর অপেক্ষায় আছি। আর সব মিলিয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

শর্বরী বাগ

২০০৫ সালে বান্টি অউর বাবলি ছবিতে একের পর এক প্রতারণা করে পুলিশ থেকে সাধারণ মানুষ—সবার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই জুটি। এ প্রজন্মের ‘বান্টি’ আর ‘বাবলি’কে একদম নতুনরূপে পর্দায় আনতে চলেছেন পরিচালক বরুণ ভি শর্মা। ১৯ নভেম্বর মুক্তি পাবে বান্টি অউর বাবলি টু।

শর্বরী বাগ