প্রেম নিয়ে লুকোছাপা নেই রাকুলের

রাকুল এখন বলিউডেও কাজ করছেন

দক্ষিণি ছবির অবস্থা এখন রমরমা। বেশ আগেই এ অঙ্গনে পা রেখেছেন রাকুল প্রীত। পায়ের নিচে শক্তপোক্ত মাটি, তবু দক্ষিণি ছবি নিয়ে তেমন মাথাব্যথা নেই তাঁর। তিনি এখন মেতে আছেন বলিউডে। কী করছেন আর কী ভাবছেন তিনি?

রাকুল প্রীত সিং

সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন রাকুল প্রীত। পবিত্র ঈদুল ফিতরে মুক্তিপ্রতীক্ষিত রানওয়ে থার্টি ফোর ছবিতে রাকুল কাজ করেছেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের সঙ্গে। চাঙা দক্ষিণ ভারত, তবু কেন বলিউডে তিনি? রাকুল বলেন, ‘আমি বিষয়টিকে এভাবে দেখি না। নিজের এই ভ্রমণকে স্রেফ ভ্রমণ হিসেবেই দেখি। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রতিটা দিন আমি উপভোগ করছি। কে কী বলছে, লাভ হচ্ছে কি না, এসব আমি ভাবি না। দক্ষিণ ভারত বা বলিউড নয়, আমি শুধু জানি, আমরা ভারতীয়।’

রাকুল প্রীত সিং

আড্ডা দিতে দিতে ব্যক্তিগত জীবনের কথাও উঠে আসে তাঁর। নির্মাতা ও অভিনেতা জ্যাকি ভগনানির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলিউডে নানা কথা শোনা যায়। গত বছরের ১০ অক্টোবর ৩১তম জন্মদিনে রাকুল ফাঁস করেন নিজেদের সম্পর্কের কথা। জ্যাকির সঙ্গে জড়ানোর পর জীবন কতটা বদলেছে? রাকুল বলেন, ‘আমি নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই না। নিজেকে বদলানো উচিত নয়। এটাই সম্পর্কের আসল সৌন্দর্য। সত্যিকারের সম্পর্কে কেউ নিজেকে না বদলেই একত্রে থাকে। আজকের দিনে ছেলে-মেয়ে সবাই মিলেমিশে কাজ করে। তারা পরস্পরের পরিপূরক হয়ে উঠুক। একটা সম্পর্ক তখনই গড়ে ওঠে, যখন মানুষ পরস্পরের মধ্যে বিশেষ কিছু খুঁজে পায়। তাহলে নিজেকে কেন বদলাব?’ প্রেমের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেন না বলে প্রশংসা করতেই তিনি বলেন, ‘এসব গোপন করার কোনো অর্থ হয় না। এটা বলারও কোনো মানে হয় না যে আমরা শুধুই বন্ধু। মানুষের জীবনে স্বাভাবিক নিয়মে প্রেম আসে। মা–বাবা, বন্ধুবান্ধবের পর জীবনসঙ্গী আসে। এর প্রভাব যেন পেশাগত জীবনে না পড়ে, সেটা মনে রাখা দরকার। আমরা (জ্যাকি) যেহেতু একই দুনিয়ার বাসিন্দা, তাই আমরা একে অপরের কাজকে বুঝতে পারি। তবে আমাদের দুজনের ভ্রমণ আলাদা। তাই পরস্পরকে আমরা ছাড় দিই।’

রাকুল প্রীত সিং

কিছুদিন আগে রাকুলকে দেখা গেছে অ্যাটাক ছবিতে। রানওয়ে থার্টি ফোর মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল। এরপর অক্ষয় কুমারের সঙ্গে মিশন সিনডারেলায় দেখা যাবে তাঁকে। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে ডক্টর জি, থ্যাংক গড, ছত্রীওয়ালিসহ বেশ কিছু তামিল ও তেলেগু ছবি।